কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য–রাজনীতি৷ ইডি-সিবিআই-এর জালে একের পর এক নেতা-আধিকারিক। প্রতিনিয়ত তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য। এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, সিপিএম কয়েক কোটি বেকার রেখে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনও লোক সিপিএমের জমানায় চাকরি পাননি। পারলে আগামী দিনেও তৃণমূল কর্মীদের চাকরি দেবেন তিনি। তাঁর এই মন্তব্যে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা৷
আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের
ঠিক কী বলেছেন তৃণমূলের এই কালারফুল নেতা? বুধবার ফেসবুক লাইভে এসেই বোমাটি ফাটান কামরহাটির বিধায়ক৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ প্রতিহত করতে গিয়ে মদন বলেন, ‘আমাদের বহু ছেলে সিপিএমের ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছে। তা বলে, বেকার কি চিরকাল বেকারই থাকবে? নিয়ম মেনে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, তাতে অন্যায় কীসের? পারলে আবার চাকরি দেব।’’ মদন মিত্রের এই মন্তব্যের পরেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷
মদনের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘মদনবাবুর কথায় উত্তর দেওয়ার কোনও প্রয়োজন নেই। হলফনামা দিয়ে তৃণমূল বলে দিতে পারে। শিক্ষামন্ত্রী তো আরও খারাপ কথা বলেছেন! উনি তো বলেছেন, আইনি কোটায় যাঁকে খুশি চাকরি দিতে পারেন। অর্থাৎ তৃণমূলের হয়ে যাঁরা মিটিং–মিছিল করে, তাঁদেরই চাকরি দেবেন। চাকরি হয়েছে টাকা দিয়ে। টাকা দিয়ে চাকরি পাওয়া কে কি নিয়োগ বলে? লাজ–লজ্জা থাকলে মাথা নিচু করে, কাপড়ে মুখ ঢাকা উচিত ছিল।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>