প্রথম দফার বিজ্ঞপ্তি জারি, এখনও প্রার্থী ঠিক হল না দলগুলির

প্রথম দফার বিজ্ঞপ্তি জারি, এখনও প্রার্থী ঠিক হল না দলগুলির

 

কলকাতা: আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সেদিন প্রথম দফার ভোট গ্রহণ। সেই প্রেক্ষিতে আজ প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ। কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ কোন দলই। তাই স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়ছে প্রার্থী তালিকা নিয়ে। 

আরও পড়ুন – ‘রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে ভারত?’ মোদীকে তীব্র আক্রমণ মিমির

নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ হয়ে যাওয়ার পরেই সভাপতি প্রার্থী তালিকা ঘোষণা করে দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তাই প্রার্থী তালিকা নিয়ে প্রত্যেকটি দল কিছুটা হলেও বেশি ভাবনা চিন্তা করছেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। তবে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে প্রথম থেকেই কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, বিজেপির প্রার্থী তালিকা প্রস্তুত হওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন প্রয়োজন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পুরোটাই ঠিক হয় এখান থেকে। তাই তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি করছে মানে সমস্যা রয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ ইতিমধ্যেই দাবি করেছেন, লোকসভা ভোটের সময় সবার আগে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের এক ডজন আসন কমে গিয়েছিল। এবারেও তাই হবে। তবে সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবার এবং শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী তালিকাও এই সপ্তাহের মধ্যে ঘোষিত হবে। অন্যদিকে আসন সমঝোতা নিয়ে বিগত কয়েক দিন ধরে একাধিক বৈঠক করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। জোট দলগুলোর মধ্যে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ একাধিক দল থাকায় তাদের বৈঠকে একটু সময় লাগছে বলে গতকাল জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই প্রেক্ষিতে তাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে সময় লাগছে। 

আরও পড়ুন- BREAKING: অবশেষে কাটল সংযুক্ত মোর্চার আসন জট! কংগ্রেস-ISF সমঝোতা

প্রসঙ্গত, প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে ইতিমধ্যেই নির্বাচনী উত্তাপ আরো বাড়তে শুরু করেছে বাংলায়। প্রথম দফা ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ মার্চ, ১০ তারিখ স্ক্রুটিনি হবে। তাই অবশ্য হবে আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে সব দল এমনটাই ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *