‘আয়কর হানা, খুনের হুমকি’! শুভেন্দুর বিরুদ্ধে আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করলেন অধ্যক্ষ

‘আয়কর হানা, খুনের হুমকি’! শুভেন্দুর বিরুদ্ধে আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করলেন অধ্যক্ষ

কলকাতা: বিপাকে শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার বিরুদ্ধে চার বিধায়কের আনা স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ আজ বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে আনা স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণের কথা জানান অধ্যক্ষ৷  

আরও পড়ুন- পঞ্জাবের পর নজরে বাংলা, কলকাতায় দফতর বানাতে চুপচাপ খোঁজ চালাচ্ছে আপ

বুধবার পৃথক পৃথক ভাবে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চার বিধায়ক৷ বিধানসভায় দাঁড়িয়ে ওই চার বিধায়কের বিরুদ্ধে আয়কর হানার বন্দোবস্ত করা হবে বলে হুমকি দেন শুভেন্দু। এমনকী তাঁদের খুনের হুমকি দেন বলেও অভিযোগ। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধী দলনেতার বিরুদ্ধে তাঁর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। তিনি স্বাধিকারভঙ্গের প্রস্তাবটি গ্রহণ করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। উল্লেখ্য, এই চার বিধায়কই বিজেপি’র টিকিটে বিধানসভায় জিতেছেন৷ কিন্তু ফল প্রকাশের পর থেকেই তাঁরা বিজেপি’র সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূলের কাছাকাছি চলে আসে৷ 

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে আয়কর হানা হবে বলে হুমকি দিয়েছেন৷ আবার সৌমেন রায়ের বিস্ফোরক অভিযোগ,  আমাকে গুলি করে মারবে বলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তন্ময় ঘোষ ও বিশ্বজিৎ দাস৷ এর পরেই তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনে চার বিধায়ক৷ 

তাঁদের অভিযোগ, বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখার সময় বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা। তাঁরা প্রতিবাদ জানান। শুরু হয় কথা কাটাকাটি। এর পরেই শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বেরিয়ে যাওয়ার আগে চার বিধায়কের উদ্দেশে তিনি বলে যান, ‘তোমাদের বাড়িতে আয়করের নোটিশ পাঠানোর বন্দোবস্ত করছি।’