কলকাতা: পাঁচ রাজ্যের ভোটের ফলে সবচেয়ে বড় চমক ছিল পঞ্জাব৷ দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (আপ)৷ আঞ্চলিক দলগুলির মধ্যে আর কোনও রাজনৈতিক দলই দুটি রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি৷ এদিকে পঞ্জাব দখলের পর এ বার বাংলার মাটিতে নিজেদের ভিত পাকা করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল।
আরও পড়ুন- নির্ধারিত দিনেই ভোট, রাজ্যে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করে দিল নির্বাচন কমিশন
রাজ্যে আপের কিছু বিচ্ছিন্ন সমর্থক থাকলেও, সাংগঠনিক ভাবে সে ভাবে সংগঠিত হতে পারেনি আপ। নেই কোনও ভাল দফতর। কলকাতায় একটি ঠিকানা রয়েছে বটে৷ কিন্তু, সেটুকুর উপর ভরসা করে থাকচে চাইছে না আপ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, আপাতত রাজ্যে সমর্থক ও সংগঠন তৈরিই আপের অন্যতম লক্ষ্য৷ সেইসঙ্গে কলকাতায় একটি দফতর তৈরির জন্যেও রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের নির্দেশও দিয়েছেন দিল্লির নেতারা। দিল্লি থেকে নির্দেশ আসার পরেই মধ্য কলকাতায় দফতর বানানোর জন্য বাড়ি ভাড়া খোঁজার তোড়জোড় শুরু হয়েছে আপ। তবে সবটাই চলছে চুপিসারে৷
দিল্লি থেকেই নির্দেশ পাঠানো হয়েছে, আপাতত গোপনেই দফতর গোছানোর কাজ চালাতে হবে৷ সাফ নির্দেশ, কোনও মুখপাত্র যেন এ নিয়ে মুখ না খোলেন। সূত্রের খবর, বাংলার জমি দখলের লক্ষ্য খুব শীঘ্রই সবার আগে রাজ্য পর্যায়ের কমিটি গঠন করা হবে৷ তার পরেই সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। ইতিমধ্যে আম আদমি পার্টির মহিলা শাখার স্টিয়ারিং কমিটি গঠন হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার আপ নেত্রী তুলিকা অধিকারী বলেন, ‘‘আর কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে। তার পরেই আমরা সব জানিয়ে দেব।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>