নির্ধারিত দিনেই ভোট, রাজ্যে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

নির্ধারিত দিনেই ভোট, রাজ্যে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

কলকাতা:  আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷ ১২ মার্চ দুই কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু, সেই সময় কোনও গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সম্ভবত ভোটের দিনক্ষণ পিছনো হতে পারে বলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি৷ বৃহস্পতিবার উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন৷  

আরও পড়ুন- ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের নিয়ে চিন্তা, মোদীকে চিঠি মমতার

নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে,  ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল হবে দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা৷ কিন্তু কমিশন ভোটের সূচি ঘোষণার পরেই আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছনোর অনুরোধ জানায় রাজ্য। তবে সেই আবেদন নাকোচ করে দিয়ে নির্বাচন কমিশন জানায়, ভোটের দিন পিছনো সম্ভব নয়। 

গত বছর ৪ নভেম্বর মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। অন্যদিকে, বিজেপি ছাড়ার পর  তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ তৃণমূলে যোগ দেওয়ার পরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। যার ফলে এই দুই কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। রাজ্য সরকারের তরফে প্রস্তুতির কথা জানানোর পরেই উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন।