কলকাতা: এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক হয়েছে ৪৫ মিনিটের। এদিকে বৈঠকের পরেই জানা গেল প্রধানমন্ত্রীকে আবার বকেয়া টাকার ইস্যু নিয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানান হয়েছে। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি একটি হিসাবও তুলে ধরা হয়েছে এই চিঠিতে।
আরও পড়ুন- ‘২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’, শহিদ সমাবেশে দাবি মমতার
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি মমতা জানিয়েছেন, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বকেয়া। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, করের ভাগ, অর্থ কমিশনের হিসেব বাবদ কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি পায় রাজ্য। উপরিউক্ত ক্ষেত্র ছাড়াও শিক্ষা মিশন, মিড-ডে-মিল, স্বচ্ছ ভারত মিশন সহ প্রায় ১৩ টি প্রকল্পের অর্থ বকেয়া আছে বলে জানান হয়েছে এই চিঠিতে। আগে অনুমান করা হয়েছিল, রাজ্যের বকেয়া নিয়ে আজকের বৈঠকে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। পাশাপাশি মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে বৈঠক হতে পারে। মনে হচ্ছে সেই আলোচনার পরেই এই চিঠি দিয়েছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ যে বিরাট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। এই নিয়েই অবশ্য বিরোধীরা খোঁচা মেরেছে। দাবি করা হচ্ছে, রাজ্যে যে ইডি, সিবিআই হানা চলছে তা বন্ধের উদ্দেশ্যেই তিনি দিল্লি গিয়েছেন।