‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ’ দুই কাউন্সিলার খুনে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ’ দুই কাউন্সিলার খুনে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

কলকাতা:  ‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’৷ উত্তরবঙ্গ যাওয়ার পথে দুই কাউন্সিলের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তিনি বলেন, ‘‘রাজনৈতিক হিংসা গণতন্ত্রের জন্য লজ্জা৷ পর পর দুই কাউন্সিলারের মৃত্যু উদ্বেগজনক৷ রাজ্যের আইনশৃঙ্খলার অত্যন্ত খারাপ৷ রাজ্যের এমন পরিবেশ আশা করা যায় না৷ রাজনৈতিক হিসার অবসান হওয়া উচিত৷ পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে উঠুক,  সেটাই কাম্য৷’’

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দুটো খুনের ঘটনা ঘটেছে৷ পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে৷ যেখানে চার কৃষককে গাড়ির নীচে পিষে মারা হয়েছিল, সেখানেও বিজেপি জিতেছে৷ এতে কি প্রমাণ হল কৃষকদের পিষে মারার ঘটনাটি সঠিক ছিল?নির্বাচন নির্বাচনের মতো হয়েছে৷ পশ্চিম বাংলায় এসব হয় না৷ আমরা সেটা হতে দেব না৷  

রবিবার ঝালদার কংগ্রস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটার আগে ওই দিন সন্ধেবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওযয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। একই দিনে দুই কাউন্সিলের খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে৷ দুটি ঘটনারই তদন্ত করছে পুলিশ৷ 

দুই কাউন্সিলার মৃত্যু নিয়েই এদিন উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল৷ পাশাপাশি বুধবার ‘ দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন জগদীপ ধনকড়। টুইটে বলেন, “কাশ্মীর ফাইলস দেখার অপেক্ষায় আছি। এই ছবিতে অনেক সত্যি প্রকাশ্যে এসেছে। এই সুন্দর প্রচেষ্টার জন্য সকলেই প্রশংসা করছেন।”