মুখ্যমন্ত্রী নন, CBI-এর মামলায় অন্য এক মমতা, শুভেন্দুর আনা অভিযোগে চাঞ্চল্যকর মোড়

মুখ্যমন্ত্রী নন, CBI-এর মামলায় অন্য এক মমতা, শুভেন্দুর আনা অভিযোগে চাঞ্চল্যকর মোড়

কলকাতা:  রাজ্য রাজনীতিতে উদ্বেগ বাড়িয়ে আজ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেন তিনি৷  তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে৷ এর মধ্যে পাঁচটি আসমে ও একটি সিবিআই-এ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আনা সেই অভিযোগে এবার চাঞ্চল্যকর মোড়৷ 

আরও পড়ুন-  ‘বিজেপির জন্য শোভন চ্যাপ্টার শেষ’! ব্যক্তি-সম্পর্কই কি কাল হল?

শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা পেশ করেছেন সেখানে তাঁর বিরুদ্ধে থাকা ছ’টি মামলার কথা উল্লেখ করা হয়নি৷  শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে আরসি০২২/২০০৮ এই মামলা সম্পর্কে তথ্য সন্ধান করতে গিয়ে যানা যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন৷ তিনি কেন্দ্রীয় সরকারের এক গ্রুপ ডি স্টাফের স্ত্রী৷ আজ নির্বাচন কমিশনে পাঠানো চিঠির ৬ নম্বর পয়েন্টে আরসি০২২/২০০৮ নম্বরে যে মামলার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, সেই মামলার সঙ্গে জড়িত নন মুখ্যমন্ত্রী৷ 

সিবিআই সূত্রে খবর, দুর্গাপুর জোনে কর্মরত কেন্দ্রীয় সরকারের এক গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা রুজু করা হয়েছিল৷ তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা দেখেন, একাধিক নামে ওই গ্রুপ ডি স্টাফের সম্পত্তি রয়েছে৷ এমনকী সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও৷ তাই চার্জশিটে ওই ব্যক্তির স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে৷ ফলে চার্জশিটে যে নাম রয়েছে, সেটা মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে অন্য এক মহিলার৷ যাঁর নামে রয়েছে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ৷ সিবিআই জানাচ্ছে, এই মামলায় দু’জনের নাম এক হলেও, তাঁরা ভিন্ন ব্যক্তি৷ 

নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট মেঘনাদ পাল একটি চিঠি দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা পেশ করেছেন সেখানে তাঁর বিরুদ্ধে থাকা ছ’টি মামলার কথা উল্লেখ করা হয়নি৷  সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী হলফনামা পেশ করার সময় কোনও ফৌজদারি মামলা আছে কিনা, তার সত্যাসত্য জানাতে বাধ্য থাকবেন প্রার্থী৷ সত্য গোপন করলে তাঁর প্রার্থীপদ বাতিলও হতে পারে৷ এই মর্মে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল হবে না কেন? প্রশ্ন তুলেছিলেন তিনি৷ 

আরও পড়ুন- দিনরাত কাজের পর হাজার টাকা ভাতা! কমিশনের উপর ক্ষুব্ধ ভোট কর্মীরা

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘আগেই বলেছিলাম নির্বাচন কমিশন নোটিস দিলেই মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার যথাযথ জবাব দিয়ে দেব৷ আর এখানে স্পষ্ট দেখা গেল কত বড় নির্লজ্জ প্রচার হয়েছে৷ অন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে সারা দুপুর ধরে তাঁর নামে কুৎসা করা হল, অপপ্রচার চলানো হল৷ ফলে মানুষ দেখতে পাচ্ছে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর নিশ্চিত জামানত জব্দ জেনে খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন কুৎসিত নোংরামিকে৷ এর বিরুদ্ধে দল কোনও পদক্ষেপ করবে কিনা নিশ্চিত ভাবেই তা বিবেচনা করা হবে৷’’ 

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন, রিটার্নিং আধিকারিকের রিপোর্ট হাতে আসার পরেই তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বৈধ৷ এমনটাই জানিয়েছে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর৷ আজ বিকেলে মনোনয়নপত্র পরীক্ষার চূড়ান্ত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেই কমিশনের ওয়েবসাইটে তার মনোনয়ন আপলোড করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =