১০০% নিয়ন্ত্রণ কেউই করতে পারে না! নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মমতা

১০০% নিয়ন্ত্রণ কেউই করতে পারে না! নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মমতা

কলকাতা: শিক্ষক দিবসে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, এমন জানিয়েছেন তিনি। তবে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে মুখ খুলে তিনি জানালেন, দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা কারোর ১০০ শতাংশ নেই। এমনকি ভগবানেরও নয়। নিয়োগ ক্ষেত্রে বড় ঘোষণার পাশাপাশি আবার এই ইস্যুতে তিনি আক্রমণ করেছেন সিপিএমকেও।

আরও পড়ুন- আইনজীবীদের মধ্যে তুমুল বচসা, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ! হইহই হাইকোর্টে

শিক্ষক দিবস উপলক্ষে এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাতের পাঁচটা আঙুল কোনও দিনও সমান হয় না। একজন দোষ করেছে বলে সবাইকে ভুল বুঝবেন না, অনুরোধ করেন তিনি৷ এও বলেন, একটা ভুলের জন্য বাকি কাজগুলোকে ছোট করে দেখবেন না। তাঁর কথায়, কেউই ১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। ভগবানের পক্ষেও সম্ভব নয়। এর পাশাপাশি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি সিপিএমকেও নিশানা করেন। দাবি করেন, ওদের জমানায় কী হত তার কাগজ লোপাট করে দিয়েছে। ফলে কোনও প্রমাণ নেই। তবে বর্তমান সরকারের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, কাজ করতে গিয়ে কিছু ভুল হতেই পারে।

এদিকে আজই নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ১০ হাজার অধ্যাপক নিয়োগ করা হয়েছে৷ আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ তবে চাকরি প্রসেস করতে সময় লাগে। একটু সময় দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =