আইনজীবীদের মধ্যে তুমুল বচসা, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ! হইহই হাইকোর্টে

আইনজীবীদের মধ্যে তুমুল বচসা, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ! হইহই হাইকোর্টে

কলকাতা: নজিরবিহীন অশান্তি কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীদের সঙ্গে বিজেপি এবং বাম আইনজীবীদের ব্যাপক বচসা হয়। প্রায় ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষে এই পরিস্থিতি নিয়ে মুখ খুলতে হয় খোদ বিচারপতিকেই। তিনি জানান, এজলাসের বাইরে কিছু হলে তাঁর কিছু করার নেই, তবে আইনজীবীদের উচিত আদালত চত্বরের পরিবেশ ঠিক রাখা।

আরও পড়ুন- ভোজনরসিক বাঙালির জন্য সুখবর! পুজোর আগেই টন টন পদ্মার ইলিশ আসছে ভারতে

আসলে কী হয়েছে? জানা গিয়েছে, পক্ষপাতের অভিযোগ করা হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে। পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগ সংক্রান্ত মামলা তাঁর বেঞ্চ থেকে সরানোর দাবি করা হয়। সেই কারণেই তাঁর এজলাসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীরা। কিছু সময়ের জন্য রাজাশেখর মান্থার এজলাস ঘেরাও করা হয়েছিল। সেই সময়ই বিজেপি এবং বাম মনোভাবাপন্ন আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয়। তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এই বিষয় নিয়ে বিচারপতি জানিয়েছেন, এই ধরণেই ঘটনা ঘটলে বিচারপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি সকলের মাথায় রাখা দরকার।

এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছেন, কিছু হলে আলোচনা করে সমস্যা মেটাতে হবে। কাজকর্ম স্বাভাবিক চলুক, এটাই কাম্য। কোনও বিচারপতির ঘরের সামনে বিক্ষোভ দেখানো আদালতের ঐতিহ্য হতে পারে না। বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলী আইনজীবীদের অভিযোগ, বেশ কিছু মামলায় রাজাশেখর মান্থা একপাক্ষিক রায় দিয়েছেন। তাই এই প্রতিবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =