ক্রমেই আবহাওয়ার উন্নতি, শনিবার থেকেই হয়তো জাঁকিয়ে বসবে শীত

ক্রমেই আবহাওয়ার উন্নতি, শনিবার থেকেই হয়তো জাঁকিয়ে বসবে শীত

কলকাতা: একের পর এক নিম্নচাপ, বৃষ্টিতে হারিয়েছে হেমন্তের আমেজ৷ নিম্নচাপের ধাক্কায় বারবার বাধা পেয়েছে শীত৷ হেমন্তের শেষে উত্তুরে হাওয়ার দেখা নেই দক্ষিণবঙ্গে৷ বরং বৃষ্টিভেজা স্যাঁচস্যাঁতে আবহাওয়ায় বিরক্ত হয়েছে বঙ্গবাসী৷ তবে সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে এবার হয়তো ঢুকে পড়বে শীত৷ 

আরও পড়ুন- পড়ুয়াদের স্কুলে ফেরাতে বাইক দিয়ে দুয়ারে পৌঁছলেন শিক্ষক

কিন্তু বসন্তের শেষে কেন এই স্যাঁতস্যাঁতে ভাব? কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে বায়ুমণ্ডলের উপরের স্তরে৷ অন্যদিকে বায়ুমণ্ডলের নীচের স্তরে ঢুকছে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র জলীয় বাষ্প৷ দুই ভিন্ন চরিত্রের বায়ুর সংমিশ্রণেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের আকাশে মেঘ সৃষ্টি হচ্ছে৷ এর জেরেই বৃষ্টি হচ্ছে। 

কিন্তু কবে থেকে জাঁকিয়ে বসবে শীত? বৃষ্টির দাপটে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকলেও নেই কড়া শীতের আমেজ৷ মেধ সরে কবে থেকে ঝকঝকে আকাশের দেখা মিলবে? এক্ষেত্রে কিছুটা আশার বানী শোনালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, আজ আকাশ কিছুটা মেঘলা থাকলেও, শুক্রবার সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। আজ আকাশে মেঘ থাকায় সেভাবে রাতের তাপমাত্রা  নামবে না। কিন্তু শনিবার থেকেই ঝকঝকে আকাশ দেখা যাবে৷ আকাশে মেঘ না জমলে রাতে মাটি থেকে বিকিরিত তাপ বাধাহীন ভাবে বায়ুমণ্ডলের বাইরে যেতে পারে। ফলে রাতের পারদ নামবে চড়চড়িয়ে। আকাশ পরিষ্কার থাকলেই জাঁকিয়ে বসবে শীত৷ সঞ্জীববাবুর জানান,  শনিবার থেকেই পারদ নামার সম্ভাবনা৷ আগামী ৩-৪ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামবে৷ 

অন্যদিকে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আপাতত পারদ পতনের অপেক্ষা৷ তবে পারদ কতটা নামবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের দাবি করা হয়েছে যে, আগামী সপ্তাহ থেকেই হু-হু পারদ নামতে থাকবে৷ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেও পৌঁছনোর সম্ভাবনা রয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =