নদীয়া: উলোট পুরাণ৷
একদিকে যখন বাংলাদেশে মন্দির ভাঙছে তার উল্টো চিত্র নদীয়ার মায়াপুরে৷ ইসকন ভক্তদের দ্বারা গঠিত পাণ্ডব সেনার শিব মন্দিরের শুভ উদ্বোধন হল রবিবার। শিবলিঙ্গের মহা অভিষেকের মাধ্যমে উন্মোচিত হল সুসজ্জিত পাণ্ডব সেনার শিব মন্দির। হিন্দু-মুসলিমের বিভাজন ভুলে গিয়ে পাণ্ডব সেনার শিব মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন সকলে।
আরও পড়ুন- ইসকন প্রসঙ্গে মমতা চুপ কেন, প্রশ্ন তুললেন নন্দীগ্রামের বিধায়ক
স্বভাবতই, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে যখন এরাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে ক্রমেই উত্তাপ বাড়ছে তখন এই ঘটনা যথেষ্ঠ প্রশংসনীয় বলেই মত সব মহলের৷
প্রসঙ্গত, বাংলাদেশে ইসকন মন্দির ভাঙার প্রতিবাদে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন নদীয়ার মায়াপুর ইসকনের ভক্তরা৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পান্ডব সেনার শিব মন্দিরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তাঁরা৷ একই সঙ্গে তাঁরা বলেন, রক্তের রঙ লাল৷ তাই আলাদা করে মানুষের কোনও জাত হয় না৷ এলাকার সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য সমস্তস্তরের মানুষের কাছে আবেদন জানান তাঁরা৷ তাঁরা বলেন, বাংলাদেশ ধর্মের উপর আঘাত এবং ইসকন ভক্তদের আরাধ্য দেবতাকে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি।
অন্যদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে মায়াপুর ইসকনের মহারাজ অলয় গোবিন্দ দাস বলেন, !‘‘এটা শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের ফলাফল৷ তারই জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনও সাম্প্রদায়িক হিংসা জড়িয়ে নেই। কিছু কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যকে হাতিয়ার করে এই ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশের ইসকন মন্দির ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’’