কলকাতা: করোনা আবহে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি শিফট নিয়ে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে৷
আরও পড়ুন- ‘পরিকল্পনা মাফিক কলাইকুণ্ডার বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর, টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল
স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহে বহু কোভিড হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে৷ সেখানে রোগীর চাপও রয়েছে৷ পাশাপাশি বহু কর্মী নিয়োগ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে৷ তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের দিনের বেলায় শিফট ৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না৷ রাতের শিফট হবে ৬ থেকে ৭ ঘণ্টা৷ ১ ঘণ্টা থাকবে দায়িত্ব বদলের জন্য৷ পাশাপাশি সপ্তাহে ২ থেকে ৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর্মীদের৷ এই বিষয়টি নির্দেশ আকারে স্বাস্থ্য অধিকর্তার দফতর থেকে সমস্ত হাসপাতালে পাঠানো হয়েছে৷
এদিকে, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় কিছুটা স্বস্তি মিলেছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১৭ হাজার ৮৫৬ জন। এক সময় রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ২১ হাজারের ঘরে৷ পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে কর্যত লকডাউন ঘোষণা করা হয়৷ এর পর থেকেই ক্রমশ আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে৷