কলকাতা: বঙ্গ রাজনীতিতে রাজ্য-রাজ্যপালের সংঘাত এক চেনা অধ্যায়৷ আলাপন ইস্যু নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই ফের টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তাঁর একটি টুইট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ যেখানে সরাসরি তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ওই টুইটে রাজ্যপালের বিস্ফোরক দাবি, আগে থেকে পরিকল্পনা করেই কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন- চরমে সংঘাত, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ কেন্দ্রের
মঙ্গলবার সকালে এই বোমা ফাটান রাজ্যপাল৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির মধ্যেই এই বিতর্ক উস্কে দিলেন ধনকড়৷ এদিকে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ানোর জেরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করা হয়েছিল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷ এবং তার জেরেই এত বিবাদ৷ এরই মধ্যে রাজ্যপালের টুইট, ‘‘২৭ মে রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন৷ তিনি জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকলে, তিনি আসবেন না। পূর্ব পরিকল্পনা মতোই ২৮ মে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বৈঠক বয়কট করেন। এর পর বৈঠক সংক্রান্ত বিষয়ে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্যের পরিপন্থী।’’ তিনি বলেন, ‘২৮ মে রাজ্যের ইতিহাসে কালো দিবস হয়ে থাকবে৷’
এদিন রাজ্যপাল লেখেন, ‘‘গত ২৭ মে রাত ১১টা ১৬ মিনিটে আমাকে মেসেজ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই মেসেজে তিনি লিখেছিলেন, আপনার সঙ্গে কথা বলতে পারি? খুবই জরুরি৷ এর পরেই ফোনে তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি তা বয়কট করবেন৷’ রাজ্যপালের এই বিস্ফোরক টুইট নিয়েই শুরু হয়েছে জোড় তরজা৷ রাজ্যপাল কি সত্য কথা দাবি করছেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন৷