কলকাতা: আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি ইস্যুতে চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত৷ এরই মধ্যে দিল্লির তলব উপেক্ষা করে গতকালই অবসর নেন আলাপন৷ কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের যোগ না দেওয়ার মুখ্য সচিব পদ থেকে সদ্য অবসর নেওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র৷ তাঁকে ‘শোকজ’ নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর৷ কেন তিনি নর্থ ব্লকে যোগ দিলেন না, তার কারণ দর্শাতে বলা হয়েছে৷
আরও পড়ুন- আজই অবসর,এবার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন, মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদী
পরিচয় গোপনের শর্তে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ তাঁকে শোকজ লেটার পাঠানো হয়েছে৷ নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিন্তাভাবনা করছে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর৷’ মুখ্যসচিব পদে আলাপনের অবসরের মেয়াদ ৩ মাস বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ সেই আবেদনে সিলমোহরও দেয় কেন্দ্র৷ কিন্তু পরে তাঁকে যোগ দিতে বলা হয় নর্থ ব্লকের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর৷ সোমবার সকাল ১০টার তাঁকে রিপোর্ট করতে বলা হয়েছিল৷ কিন্তু এর বদলে তিনি নবান্নে গিয়ে অবসর নেন৷ আর তার পরেই এই শোকজ লেটার৷
এদিকে আবসর নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ সেই সঙ্গে তিনি জানান, কেন্দ্রের তরফে কোনও শোকজ নোটিশ পাননি আলাপন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমন কোনও তথ্য আমাদের কাছে নেই৷ যিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাঁর ক্ষেত্রে এসব আইনত প্রযোজ্য নয়৷’’ প্রসঙ্গত, ৩১ মে-ই অবসর নেওয়ার কথা ছিল ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়ের৷ তবে করোনা ও যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তাঁর কর্মদীবনের মেয়াদ ৩ মাস বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য সরকার৷