উৎসশ্রী পোর্টালে ‘সিঙ্গেল সাবজেক্ট’ শিক্ষকদেরও বদলির দাবি!

উৎসশ্রী পোর্টালে ‘সিঙ্গেল সাবজেক্ট’ শিক্ষকদেরও বদলির দাবি!

কলকাতা: দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার শিক্ষক শিক্ষাকর্মীদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছে। ইতিমধ্যে বদলি প্রক্রিয়াও শুরু হয়েছে এই পোর্টালের মাধ্যমে। কিন্তু কোন একটি বিষয়ের একজন শিক্ষক ওই বিদ্যালয়ের হলে তাকে বদলি দিচ্ছে না ডি আই থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন। আবেদনকারীর কাছে ফেরত পাঠানো হচ্ছে। এই অভিযোগ জানিয়ে আজ মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কমিশনার অফ স্কুল এডুকেশন এবং উৎসশ্রী- এর আধিকারিকের কাছে চিঠি দিয়েছে।
 

আরও পড়ুন- কোভিডের নয়া প্রজাতি বাতাসেও সংক্রমণ ছড়াবে!

সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, আবেদনকারী সমস্ত শিক্ষক -শিক্ষাকর্মীদের পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ দিতে হবে। পোর্টালের বদলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা দরকার। কোনো এক বিদ্যালয় থেকে শিক্ষক চলে গেলেও আগামী দিনে ওই শূন্য পদে শিক্ষক আসার যেমন সুযোগ আছে এই পোর্টালের মাধ্যমে, তার সাথে শূন্যপদ গুলিতে রাজ্য সরকারকে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। জুনিয়ার হাই স্কুলের শিক্ষক, লাইব্রেরিয়ান,গ্রুপ সি,গ্রুপ ডি, এদেরও আবেদনের সুযোগ দিতে হবে। 

আরও পড়ুন- ওনাম উৎসবের পর কেরলে বাড়ল করোনা সংক্রমণ

তিনি আরও বলছেন, অতিমারি পরিস্থিতিতে নানান ক্ষেত্রে যাতায়াতের সমস্যা রয়েছে। ফলে সরকার অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করুক। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আন্ডার প্রসেস সমস্ত আবেদনকারীকে বদলির সুযোগ করে দিক। এই রকম ১১ দফা দাবি নিয়ে আজ তারা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কমিশনার অফ স্কুল এডুকেশন, উৎসশ্রী আধিকারিকে ইমেইল মারফৎ সমস্যাগুলি জানিয়েছেন। কারণ এই পোর্টালের নানান সমস্যা তৈরি হয়েছে এবং এক মাস ধরে যেহেতু এই পোর্টালের সমস্যার সমাধানের জন্য পরামর্শ চেওয়া হচ্ছিল সেই কারণে তারা উপরোক্ত দাবিগুলি জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *