কলকাতা: নবান্ন অভিযানের দিন যা ঘটনা ঘটেছে তার জন্য সরকারের তরফে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে বিজেপিকেই। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় আগেই এজি দাবি করেছিলেন যে পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। সরকারি, বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এবার একই অভিযোগ করে বিজেপিকে দায়ী করলেন আইনজীবী রমা প্রসাদ সরকার। তিনি কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবারই সেই নথি জমা পড়েছে আদালতে।
আরও পড়ুন: একজন বিক্ষোভে, অন্যজনের ঘোষণা, ‘অভিযান শেষ’! দিলীপ-সুকান্ত মতান্তর
আইনজীবীর বক্তব্য, নবান্ন অভিযানে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি। বসতে পারেনি মঙ্গলারহাট। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ। তিনি আদালতকে আরও জানান, এই অভিযান ঘিরে রাস্তা বন্ধ থাকায় স্বাভাবিক জন জীবন ব্যাহত হয়েছে। তাই আগামী দিনে বন্ধ করা হোক এহেন অভিযান, এমনই দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে তাঁর এও বক্তব্য, এই অভিযান ঘিরে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে সেই রাজনৈতিক দলকে। এই মামলায় বিজেপি দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে পার্টি করা হয়েছে।
অভিযানের দিন যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেছিলেন বিজেপির আইনজীবীরা সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়েছিলেন, হাওড়া শিবপুর থানা এবং আদালত চত্বরে কোনও বেআইনি জমায়েত করা যাবে না বলে পুলিশের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। তার পরেও এই অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ কিয়স্ক ভাঙচুর করা হয়েছে, ফুটপাতের রেলিং ভেঙে দেওয়া হয়েছে এমজি রোডে। এছাড়াও হাওড়ার ১৫ জন পুলিশ ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন। এই ধরণের মামলায় মামলাকারীকে আর্থিক জরিমানা করা উচিৎ।