কলকাতা: বিধানসভায় বড় দায়িত্ব পেলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি৷ তাঁকে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ গুরুদায়িত্ব পেয়ে নওসাদ বলেন, ‘‘আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।” প্রসঙ্গত, প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থ যাতে ঠিকভাবে খরচ করা হয় তার উপর নজর রাখাই এই কমিটির কাজ৷
আরও পড়ুন- বঙ্গভঙ্গের দাবিদারের সঙ্গে বৈঠক! রোশন-অভিষেক সাক্ষাৎকার নিয়ে নিন্দা দিলীপের
২ জুলাই রাজ্য বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে নবগঠিত বিধানসভার সর্বদলীয় বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নওশাদ৷ এই বিষয়ে অধ্যক্ষের কাছে চিঠিও পাঠিয়েছিলেন৷ দায়িত্ব পাওয়ার পর তিনি খুশি৷ নওসাদ বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় এমএলএ ল্যাডের টাকা যাতে সঠিক ভাবে খরচ হয় সেটা দেখার দায়িত্ব আমার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করার চেষ্টা করব। আমি সর্বকনিষ্ঠ৷ তাই প্রবীণদের পরামর্শ নিয়েই প্রতিটি পদক্ষেপ করব।”
আরও পড়ুন- শিশিরের ছবি দিয়ে নেট পড়ায় ভাইরাল ‘বাবাকে বলো’, পুলিশে অভিযোগ দিব্যেন্দুর
এর আগে ক্ষোভ প্রকাশ করে নওশাদ বলেছিলেন, ৪১টি কমিটির মধ্যে কোথাও আমার ঠাঁই হয়নি৷ স্বভাবতই বিধানসভায় বৈষম্য নিয়ে প্রশ্ন ওঠে৷ সেই সঙ্গে জড়িত ছিল তাঁর অর্থনৈতিক দিকটিও৷ কারণ একজন বিধায়কের বেতন ২১ হাজার ৮৭০ টাকা৷ যা খুবই নগন্য৷ কিন্তু তাঁদের উপার্জন হয় কমিটি মিটিং থেকে৷ মিটিংয়ে যোগ দিলেই মেলে ২০০০ টাকা ভাতা৷ যা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত উপার্জন হয়৷ আর বেতন পৌঁছয় ৮১ হাজার ৮৭০-এ৷ এই হিসেবটা তুলে ধরেছিলেন নওশাদ৷ এর পরেই পেলেন গুরু দায়িত্ব৷