Aajbikel

কাকতালীয়? বিবেক-পত্নীর পর কোটি টাকার লটারি জিতলেন নলহাটির তৃণমূল বিধায়কের ভাইয়ের বৌ!

 | 
রাজেন্দ্র প্রসাদ

নলহাটি:  জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিরা গুপ্তর লটারি জেতা নিয়ে ইতিমধ্যেই শোরগোল বেঁধেছে৷ সেই রেশ কাটার আগেই এ বার লটারিতে ১ কোটি টাকা জিতলেন বীরভূমের নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং-এর ভ্রাতৃবধূ। নামী লটারি সংস্থার ওয়েবসাইট তেমনটাই বলছে৷ সেই খবর এখন ভাইরাল। যদিও এ বিষয়ে মুখ খোলেননি তৃণমূল বিধায়ক এবং তাঁর পরিবার৷ 

আরও পড়ুন- লটারির কেটে কোটিপতি বিধায়ক-পত্নী, চাঁচাছোলা আক্রমণ বিরোধীদের

বীরভূমের নলহাটির বিধায়ক রাজেন্দ্রর তুতো ভাই রাকেশ সিং ওরফে পিন্টুর স্ত্রীর নেরু সিং লটারিতে ১ কোটি টাকার পুরস্কার জিতেছেন৷ পিন্টু তৃণমূলের নলহাটি শহরের সভাপতি। সংশ্লিষ্ট লটারি সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, গত ১৪ জুলাইয়ের লটারি খেলায় প্রথম পুরস্কার হিসাবে ১ কোটি টাকা পেয়েছেন নেরু।

এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা রাকেশ৷ তিনি আপাতত ছটপুজো নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। একই ভাবে চুপ বিধায়ক রাজেন্দ্র সিং৷ তবে বিধায়ক এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠরা এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী রুচিকা ডিয়ার লটারিতে ১ কোটি টাকা পুরস্কার জিততেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘সাধারণ মানুষ লটারির টিকিট কেনেন আর ‘বাম্পার’ পুরস্কার জেতেন তৃণমূল নেতারা।’’ যদিও পাল্টা বিবেক বলেন, ‘‘ডিয়ার লটারি চালায় বিজেপি শাসিত নাগাল্যান্ড সরকার। তাদের লটারি জিতে এক কোটি টাকা পাওয়া কি অন্যায়? না কি টিকিট কাটাই ভুল হয়েছে?’’ সেই সঙ্গে এই ভাবে সাধারণ নাগরিককে হেনস্থা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি৷ 


 

Around The Web

Trending News

You May like