‘চাল চোর’ তৃণমূলকে ‘কাটমানি’ খোঁচা নাড্ডার, ‘দুর্নীতি’ নিয়ে হুঁশিয়ারি!

‘চাল চোর’ তৃণমূলকে ‘কাটমানি’ খোঁচা নাড্ডার, ‘দুর্নীতি’ নিয়ে হুঁশিয়ারি!

db8d3f2cdf5854d77c17da419b4598f8

ডায়মন্ডহারবার:  একুশের নির্বাচনকে পাখির চোখ করে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা৷ বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারে পৌঁছন তিনি৷ প্রচার মঞ্চ থেকে তৃণমূল সরকারকে চাল চোর-ত্রিপল চোর বলে সরাসরি কটাক্ষ করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ 

আরও পড়ুন- ডায়মন্ডহারবারে সভার আগে নাড্ডার কনভয়ে হামলা, আহত একাধিক বিজেপি নেতা

এদিন নাড্ডা বলেন, তৃণমূলের কর্মকর্তারাই চাল চোর৷ রাজ্যে চরম দুর্নীতি চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮০ কোটি দেশবাসীকে মাথা পিছু ৫ কেজি চাল, ৫ কেজি গম আর ১ কিলো ডাল পাঠিয়েছিলেন৷ সেখানে তৃণমূলের নেতারা চাল চুরি করছেন৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ৭৫ শতাংশ কাটমানি দলকে আর বাকি ২৫ শতাংশ বিতরণ করে দিও৷ আসন্ন নির্বাচনে তৃণমূল সরকারকে উৎখাত করে রাজ্যে পদ্ম ফোটাতে হবে৷ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনাই হবে আমাদের লক্ষ্য৷ 

দুর্নীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, আম্পানে ১ হাজার কোটি টাকা অগ্রিম দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ওই টাকা খরচ করা হয়নি৷ ওই টাকা নিয়েও দুর্নীতি করা হয়েছে৷ হাইকোর্টের প্রধান বিচারপতি ক্যাগ দিয়ে এই টাকা অ্যাকাউন্টিং করার কথা বলেছিলেন৷ এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছোটেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজের দুর্নীতি চাপা দিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি৷ কীসের ভয় ওনার? নাড্ডা বলেন, আসলে উনি জানেন, কী ভাবে দুর্নীতি আর অনাচার করা হয়েছে৷ সে কারণেই এত ভয়ে থাকেন৷ 

আরও পড়ুন- অবস্থার উন্নতি হলেও এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, জানাল মেডিক্যাল বোর্ড

স্বাস্থ্য প্রকল্প নিয়েও এদিন সুর চড়ান নাড্ডা৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পে চার কোটিরও বেশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন৷ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত হেলথ কভারেজ দেওয়া হয়েছে তাঁদের৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান প্রকল্পকে বঙ্গে ঢুকতেই দেননি৷ আসন্ন নির্বাচনে আপনারা তৃণমূলের চাকা রুখে দেবেন৷ আয়ুষ্মান ভারত আমরা নিয়ে আসব৷ ৪ কোটি ৬৭ লক্ষ লোককে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা দেবে বিজেপি সরকার৷ 

তোপ দেবে তনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের টাকা দিতে চান না৷ উনি বলেন, ‘আমাকে দাও’৷ শুধু কাটমানি চায়৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ছুটিতে পাঠানোর ডাক দেন তিনি৷ বিজেপি ক্ষমতায় এলে ৭০ লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দেওয়া হবে বলেও উল্লেখ করেন নাড্ডা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *