কলকাতা: অগ্নিগর্ভ হাওড়া৷ এরই মধ্যে পুলিশে রদবদল করার সিদ্ধান্ত নিল নবান্ন। হাওড়া সিটি পুলিশের সিপি হিসাবে দায়িত্ব দেওয়া হল প্রবীণকুমার ত্রিপাঠীকে। এত দিন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন তিনি। এদিকে, হাওড়া কমিশনারেটের সিপি সি সুধাকরকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে পাঠানো হল।
আরও পড়ুন- হাওড়া হাওয়ার আগেই আটক সুকান্ত, পুলিশের সঙ্গে চরম বচসা
হাওড়া শহরের পাশাপাশি গ্রামীণ পুলিশেও কমিশনার বদল করার সিদ্ধন্ত নিয়েছে নবান্ন৷ তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে সরিয়ে গ্রামীণে নতুন সিপি হিসাবে দায়িত্ব দেওয়া হল স্বাতী ভাঙ্গালিয়াকে। এর আগে তিনি ছিলেন কলকাতা পুলিশের (দক্ষিণ-পশ্চিম) ডিসিপি। আর সৌম্য রায়কে পাঠানো হল কলকাতা পুলিশের (দক্ষিণ-পশ্চিম) ডিসিপি পদে৷
গত দু’দিন ধরে হাওড়ার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের পাশাপাশি যে ভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে, তার জেরে এই রদবদল বলে মনে করা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>