কলকাতা: বিজেপি নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাংলায় অশান্তি বহাল রয়েছে। এখনও পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি হাওড়া সহ একাধিক জায়গায়। এবার আরও উত্তেজনা সৃষ্টি হল কারণ আটক করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা থেকেই তাঁকে আটক করে পুলিশ। সুকান্তকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: হজরত মহম্মদ বিতর্ক: হাওড়ায় বাতিল ট্রেন, অবরোধে আটকে মৃত্যু যাত্রীর
এদিন আটক হওয়ার আগে বাংলার পরিস্থিতি এবং পুলিশ নিয়েও কটাক্ষ করেন তিনি। সুকান্ত বলেন, ৭২ ঘণ্টা আগে থেকে যদি কাজ করত প্রশাসন তাহলে এই অবস্থা হয় না। অন্যদিকে, পুলিশকেও তৃণমূলের গুণ্ডা বলে আবার তোপ দেগেছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি আরও দাবি করেন যে, কাশ্মীরের থেকে খারাপ অবস্থা হচ্ছে বাংলায়। পুলিশের সঙ্গে সাময়িকভাবে বচসাতেও জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশের তরফে জানান হয়েছে, তিনি যে হাওড়া যেতে পারবেন না তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। তাও তিনি জোর করেই হাওড়া যেতে চান। পুলিশ তাঁর কনভয়ে বাধা দেয়। পরে বিজেপির রাজ্য সভাপতি-সহ তাঁর সঙ্গে থাকা একাধিক কর্মীকে আটক করে পুলিশ।
গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। ইতিমধ্যেই নবান্ন থেকে সেই সমস্ত এলাকায় সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে উলুবেড়িয়ায়। গোটা বাংলা জুড়ে অন্তত ৭০ জন গ্রেফতার হয়েছে। তাতেও কিছু ঠেকানো যাচ্ছে না। মমতা এদিন টুইট করে বলেন, ”আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”