কলকাতা: ফের বেঁফাস মন্তব্যে বিতর্কে মুকুল রায়৷ আসন্ন পুরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপি’র জয়ের কথা ঘোষণা করে বিতর্কের আগুনে তিনি ঘৃতাহুতি দিয়েছেন৷ এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়৷ তিনি বলেন, ‘‘বাবা কখন কোথায় কী বলছেন নিজেও বুঝতে পারছেন না৷ বাবার মানসিক অবস্থা ঠিক নেই৷’’
আরও পড়ুন- হাওড়া-বালি সংক্রান্ত বিলে সই করেননি! রাজ্যের চাপ বাড়ালেন রাজ্যপাল
প্রসঙ্গত, শুক্রবার শান্তিনিকেতনে সাংবাদিকদের মুখোমুখোমুখি হয়ে মুকুল বলেন, ‘‘এই পুরসভা ভোটে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে।’’ এখানেই শেষ নয়। কেউ যখন পাশ থেকে তাঁকে ‘তৃণমূল’ বলতে বলেন, তখন তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল! এই মন্তব্য শোনার পর সকলেই চমকে যান। উল্লেখযোগ্য বিষয় হল, সেই সময় তাঁর পাশেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাই স্বাভাবিকভাবেই এখন এই নিয়ে ব্যপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
একুশের বিধানসভা ভোটে নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি৷ জয়ীও হয়েছিলেন তিনি। পরে দল বদলে করে ফের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফেরেন। ঘরওয়াপাসি করেন তাঁর ছেলে, তথা বীজপুরে পরাজিত বিজেপি প্রার্থী শুভ্রাংশুও। তবে বারবার বেফাঁস মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন মুকুল রায়৷ বাবার এহেন মন্তব্যের পর পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন শুভ্রাংশু৷
তিনি বলেন, ‘‘বাবা শারীরিক ভাবে অসুস্থ। উনি নানা সময়ে নানা রকম কথা বলে ফেলছেন। পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘বাবা দলের কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাননি৷ কোনও সরকারি কর্মসূচিও ছিল না। বাবাকে চিকিৎসকরা বলেছেন, একটু বাইরে বেরোতে। হাওয়া বদল করতে৷ মায়ের মৃত্যু এবং কোভিডের পর বাবার পটাশিয়াম-সোডিয়াম লেভেল ওঠানামা করছে। কোথাও কী করছে, কী বলছে, নিজেও বুঝতে পারছে না। এটা দলের বক্তব্য নয়। পুরোটাই বাবা ভুল বলেছে।’’