ক্ষমতায় এলেই কেন্দ্রের নিয়মে বেতন! পার্শ্বশিক্ষকদের আশ্বাস মুকুলের

ক্ষমতায় এলেই কেন্দ্রের নিয়মে বেতন! পার্শ্বশিক্ষকদের আশ্বাস মুকুলের

2d7cdb0f1c791d14b2d62f2a9d27c2a0

কলকাতা: পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে যে আন্দোলন চলছে তার প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। দাবি করেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন তিনি। এদিন কথামতো পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ মঞ্চে গিয়ে বড় আশ্বাস দিলেন মুকুল রায়। জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের নিয়মে পার্শ্বশিক্ষকরা বেতন পাবেন।

আরও পড়ুন: সমঝোতা হয়েছে তবু ধোঁয়াশা রয়েছে! আসন সংখ্যা স্পষ্ট করলেন না অধীর-বিমান

এদিন পার্শ্ব শিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেছেন, অন্যান্য রাজ্যে পার্শ্বশিক্ষকদের কেন্দ্রীয় নিয়মে যে বেতন দেওয়া হয়, বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যের পার্শ্বশিক্ষকরাও একই হারে বেতন পাবেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের রাজ্যপালের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুকুলের বক্তব্য, রাজ্যপালের কাছে গেলে তাদের সমস্যার সমাধান হবে সেই কারণে বিক্ষোভকারীদের উচিত রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করা এবং তাঁকে পুরো সমস্যার ব্যাপারে অবগত করা। এর পাশাপাশি, বিজেপি ক্ষমতায় এলে যে পার্শ্বশিক্ষকদের কোনরকম সমস্যা থাকবে না সেই ব্যাপারেও বড় আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা। পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন যে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেশের অন্যান্য রাজ্যের মত সমহারে বেতন দিতে নারাজ পার্শ্বশিক্ষকদের। অন্যদিকে পার্শ্বশিক্ষক ছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মীদেরা আছেন তাদের ভবিষ্যতও এই সরকার অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন: গণেশের লকেট পরে নগ্ন ছবি রিহানার! ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা

প্রসঙ্গত, পার্শ্বশিক্ষকদের এই ব্যাপক আন্দোলনের মধ্যেই বাজেট ঘোষণার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন,  পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। একই সঙ্গে পার্শ্ব শিক্ষক নিয়োগও করা হবে পরবর্তী ক্ষেত্রে। পরে এক জনসভা থেকে মমতা আরও বলেন, ”প্যারা টিচারদের আমি বলব আপনাদের তিন বছরে যে ৩ শতাংশ বর্ধিত হত সেটা বাজেটে আমরা বছরে বছরে ৩ পার্সেন্ট করে দিয়েছি। ‌অনেক প্যারা টিচারের চাকরি হয়েছে আর আস্তে আস্তে যাতে আরো হয় সেই নিয়ে আমি কথা বলব।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *