PAC-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠকেই অনুপস্থিত মুকুল রায়, নেই বিজেপি বিধায়করাও

PAC-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠকেই অনুপস্থিত মুকুল রায়, নেই বিজেপি বিধায়করাও

কলকাতা: চেয়ারম্যান নিয়ে বিতর্কের মাঝেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়৷ আজ বিধানসভায় বসেছিল পিএসি’র বৈঠক৷ এই বৈঠকে বিজেপি’র বিধায়করা উপস্থিত থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন৷ এলেন না মুকুলও৷ 

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শিশুদের জন্য বিশেষ ডায়েট চার্ট স্বাস্থ্য দফতরের

প্রসঙ্গত, আজই ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক৷ চেয়ারম্যান হিসাবে সেখানে উপস্থিত থাকার কথা ছিল মুকুল রায়ের৷ কিন্তু তিনি দিল্লিতে আটকে গিয়েছেন৷ সেখানে থেকেই তিনি চিঠি পাঠান৷ তাঁর পরিবর্তে তাপস রায় এই বৈঠকের পৌরহিত্য করেন৷ প্রসঙ্গত, তাপসবাবুও এই কমিটির একজন সদস্য৷ তবে বিজেপি আগেই ঘোষণা করেছিল, তাঁরা এই বৈঠকে যাবে না৷ সেই মতো কমিটির ছয় বিজেপি সদস্যই অনুপস্থিত ছিলেন৷ তাঁদের অভিযোগ, যাঁকে বিজেপি’র চেয়ারম্যান বলে উল্লেখ করা হচ্ছে, তিনি দলবদলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তাই তাঁকে চেয়ারম্যান হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে নালিশও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- জোর করে বেতন কেটে মুখ্যমন্ত্রীর তহবিলে দান বেআইনি! পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রসঙ্গত, আজ বিধানসভায় আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে৷ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ দলত্যাগ বিরোধী আইনে অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী৷ এই বিষয়ে দ্বিতীয় দিন শুনানি চলছে৷ অধ্যক্ষ ও শুভেন্দু অধিকারী ছাড়াও বিরোধী দলনেতার পক্ষে একাধিক আইনজীবী এই বৈঠকে উপস্থিত রয়েছে৷  বিজেপি’র অভিযোগ এই মুহূর্তে মুকুল রায়ের সঙ্গে বিজেপি’র কোনও সম্পর্ক নেই৷ তিনি দলত্যাগ করেছেন৷ তাঁকে জোড় করে চেয়ারম্যান করা হয়েছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + three =