কলকাতা: বিধানসভার পিএসি সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন সদ্য আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মুকুল রায়। সরকার এবং বিজেপির তরফে জমা দেওয়া হয়েছে তালিকা। তবে সেই তালিকায় নাম নেই মুকুল রায়ের, সূত্রের খবর এমনটাই। এদিন দুপুর তিনটের মধ্যে মুকুল রায়ের নামও জমা পড়তে চলেছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভার সচিবের কাছে একটি আলাদা নাম জমা পড়েছে।
বিধানসভার এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কমিটিতে থাকে কুড়ি জন সদস্য। সদস্যদের মধ্যে ১৩ জন সরকারের তরফে এবং বাকি ৭ জন থাকেন বিরোধী দলের পক্ষ থেকে। সম্প্রতি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। তাই বিজেপির তরফে তাঁর নাম তালিকায় নেই। এদিকে এখনো পর্যন্ত যেহেতু মুকুল রায় বিজেপি বিধায়ক তাই সরকারের তরফেও তাঁর নাম থাকার কথা নয়। কিন্তু সূত্রের খবর বিরোধী দলের পক্ষ থেকে মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান চাইছিল সরকার। তবে এখন সেটা সম্ভব নয় কারণ তিনি বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন। তাই এখন তিনি আলাদা ভাবে মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তের দাপটে এখনই মিলবে না রেহাই, চলবে নাগারে বৃষ্টি
এই কমিটির চেয়ারম্যান কে হবেন তা নির্ধারণ করার এক্তিয়ার রয়েছে একমাত্র অধ্যক্ষের। সেক্ষেত্রে যদি মুকুল রায় মনোনয়ন জমা দেন আর সদস্য কমিটির সংখ্যা ২১ জন হয়ে যায় তাহলে ভোটাভুটি হবে। কিন্তু যদি সব মিলিয়ে ২০ জন সদস্য থাকে তাহলে ভোটের প্রশ্ন থাকবে না। সে ক্ষেত্রে বিধানসভার এই কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আলোচনা হবে। প্রথম থেকেই এই কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।