কলকাতা: বঙ্গ রাজনীতি তোলপাড় করে বিজেপি’র ঘর থেকে তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়ের৷ তাঁকে সাদরে গ্রহণ করে নিল তাঁর পুরনো পরিবার৷ বিজেপি’র সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতিকে ঘরের ছেলে বলেই উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ভোটের আগে দলত্যাগী গদ্দারদের ফেরাবে না দল, সাফ বার্তা তৃণমূল সুপ্রিমোর
মুকুল ঘরে ফেরার পর সাংবাদিক সম্মেলনে এদিন দলনেত্রী বলেন, ‘‘মুকুল আমাদের পরিবারের পুরনো ছেলে৷ এজেন্সি দিয়ে ওঁকে ভয় দেখিয়ে রাখা হয়েছিল৷ ওঁর উপর কম অত্যাচার হয়নি৷ ও শারীরিক ভাবেও অসুস্থ হয়ে পড়ছিল৷ তৃণমূলে ফেরাতে মুকুল মানসিক শান্তি পেল৷’’ তিনি আরও বলেন, ‘‘ও হয়তো মুখে বলতে পারছিল না৷ কিন্তু বিজেপি করা যায় না৷ বিজেপি’তে যাঁরা আছে তাঁদের নিষ্পেষণ, শোষণ এত বেশি যে কাউকে তাঁর মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না৷’’ সেই সঙ্গে দলনেত্রী বলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’৷ ‘মুকুল আগে যে দায়িত্ব সামলাতে এখনও সেই দায়িত্বই সামলাবে৷’
পাল্টা মুকুল রায় বলেন, ‘‘বাংলা আবার নিজের জায়গায় ফিরবে৷ বাংলাকে সামনে থেকে লিড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি করতে পারব না, করব না, তাই পুরনো ঘরে ফিরে এসেছি৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও দিনও তাঁর মত বিরোধ ছিল না বলেও উল্লেখ করেন তিনি৷