তৃণমূলে ফিরেই শুরু ‘দল ভাঙার খেলা’, ১ সাংসদ ও ১০ BJP বিধায়ককে ফোন মুকুলের

তৃণমূলে ফিরেই শুরু ‘দল ভাঙার খেলা’, ১ সাংসদ ও ১০ BJP বিধায়ককে ফোন মুকুলের

কলকাতা:  মুকুল রায় বিজেপি ছাড়তেই মাথাচাড়া দিয়েছে একাধিক নেতার দলত্যাগের জল্পনা৷ গতকালই স্বপুত্র ঘর ওয়াপসি হয়েছে তাঁর৷ তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই তিনি বিজেপি’র বেশ কিছু নেতাকে ফোন করেছেন বলে দলীয় সূত্রে খবর৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের এক সাংসদ ও দশজন বিধায়ককে ফোন করে তৃণমূলে স্বাগত জানিয়েছে মুকুল রায়। গতকাল রতেই যায় এই ফোন৷ 

আরও পড়ুন- ‘ভবিষ্যতে কী হবে জানি না’, মুকুল ঝরতেই দলবদলের জল্পনা উস্কে ‘বেসুরো’ সুনীল সিং

তকাল দুপুর পর্যন্ত বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন মুকুল রায়৷ এর পর তিনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলেন, ভুল হয়ে গিয়েছে৷ এরই মধ্যে বিজেপি সূত্রে কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে৷ পুরনো ঘরে ফেরার পরেই শুরু হয়েছে ঘর ভাঙার খেলা৷ গতকাল রাতেই এক সাংসদ ও ১০ বিধায়ককে ফোন করেছেন মুকুল রায়৷ যাঁরা এই ফোন পেয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজন সে কথা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন৷ তাঁরা জানান, মুকুল রায় তাঁদের বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন৷ বিজেপি সূত্রে দাবি, শুক্রবার রাতে যে সাংসদকে মুকুল রায় ফোন করেছিলেন তিনি উত্তরবঙ্গের৷ যে জনা দশেক বিধায়কের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে এক জন কোচবিহারের, একজন জলপাইগুড়ির, একজন দক্ষিণ দিনাজপুর, একজন নদীয়া, একজন উত্তর ২৪ পরগণা, একজন হুগলী ও ২ জন পুরুলিয়া জেলার৷

তবে বিজেপি’র উদ্বেগের বিষয় হল, সকলেই এই ফোন পাওয়ার কথা দলকে জানাননি৷ জলপাইগুড়ি, পুরুলিয়া ও হুগলী জেলার ৪ বিধায়ক রাজ্য নেতৃত্বকে ফোন করে বিষয়টি জানান৷ সেই সঙ্গে তাঁরা দল ভাঙার আশঙ্কাও প্রকাশ করেন৷ বিজেপি ছাড়ার পর মুকুল দল ভাঙার খেলায় নেমেছেন বলেও অভিযোগ করা হচ্ছে৷ তৃণমূলে সামিল হয়ে তিনি বিজেপি’কে ধাক্কা দিতে চাইছেন বলেই দাবি৷ এ বিষয়ে বিজেপি’র তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা না হলেও, দলের অন্দরে ঝড় উঠেছে৷ যাঁরা ফোন পাওয়ার কথা দলীয় নেতৃত্বকে জানাননি তাঁদের নিয়ে জল্পনা এখন তুঙ্গে৷ উত্তরবঙ্গের এক সাংসদকে নিয়েও উদ্বেগে গেরুয়া শিবির৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =