‘ভবিষ্যতে কী হবে জানি না’, মুকুল ঝরতেই দলবদলের জল্পনা উস্কে ‘বেসুরো’ সুনীল সিং

‘ভবিষ্যতে কী হবে জানি না’, মুকুল ঝরতেই দলবদলের জল্পনা উস্কে ‘বেসুরো’ সুনীল সিং

কলকাতা: মুকুল রায় তৃণমূলে ফিরতেই বেসুরো  বিজেপি নেতা তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং৷ মুকুল রায় বড় মাপের নেতা৷ তিনি দল ছাড়ায় বড় ক্ষতি হয়ে গেল, আগামী দিনে কী হবে বলতে পারছি না৷ এমনটাই মন্তব্য তাঁর৷ মুকুল রায়ের হাত ধরেই বিজেপি’তে যোগ দিয়েছিলেন তিনি৷ দলের অন্দরে মুকুলপন্থী বলেই পরিচিত সুনীল সিং৷ এহেন মন্তব্যে দলত্যাগের জল্পনা উস্কে দিলেন অর্জুন সিং-এর ঘনিষ্ঠ এই আত্মীয়৷

আরও পড়ুন- ‘সরকার গঠনের পরেই ৩৫৬-র জুজু, এজেন্সি দিয়ে হেনস্থা ভালো চোখে নিইনি’: শুভ্রাংশু

২০০৯ সালে মুকুল রায়ের হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুনীল সিং৷ এদিন তিনি বলেন, ‘‘মুকুল রায় বড় মাপের নেতা৷ সাড়ে ৩ বছর আগে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন৷ উনি আবার তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছেন৷ মুকুল দা নিশ্চই ভালো ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ বুঝেশুনেই উনি দল ছেড়েছেন৷ একটা সাধারণ কার্যকর্তা দল ছাড়লেও দলের ক্ষতি হয়৷ মুকুল দা’র মতো বড় নেতা চলে যাওয়ায় দলের বড় ক্ষতি হল৷’’ তিনি আরও বলেন, ‘‘২০০৯ সালে মুকুল দা’র হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলাম৷ ভবিষ্যতে কী হবে বলতে পারব না৷ আগামী দিনে দেখা যাবে কী হবে৷’’ তাঁর দলত্যাগের এই জল্পনা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷  

অন্যদিকে, মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই বনগাঁর সাংগঠনিক জেলার সহ সভাপতির পদত্যাগ ঘিরেও জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ তাঁর দল ছাড়াও সম্ভাবনা আঁচ করে বিজেপি নেতাদের কটাক্ষ, দল ক্ষমতায় আসেনি৷ স্বার্থসিদ্ধি হবে না জেনেই কেউ কেউ তৃণমূলে ফিরে গিয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =