কলকাতা: ভারতবর্ষের সেরা জেলা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গের এম আর বাঙুর হাসপাতাল। স্বাস্থ্য ভবনকে এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। এদিন স্বাস্থ্য ভবনের তরফে নীতি আয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৮-১৯ সালের মূল্যায়নের ভিত্তিতে কেন্দ্রীয় নীতি আয়োগ এই হাসপাতালকে সেরা বলে ঘোষণা করেছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে শহর কলকাতার এই হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল চিকিৎসা ক্ষেত্রে। কিন্তু সেরা হাসপাতালে স্বীকৃতি করোনা চিকিৎসার জন্য মেলেনি এমআর বাঙুরের। এই স্বীকৃতি তার আগের বছরের চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর জন্য দেওয়া হয়েছে। মূলত হাসপাতালের শয্যা সংখ্যা থেকে শুরু করে অসুস্থের সেবা, অস্ত্রোপচার এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে এই হাসপাতালকে দেশের সেরা জেলা হাসপাতাল হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কারণ যাই হোক না কেন, কেন্দ্রীয় সরকারের থেকে এমন স্বীকৃতি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সঙ্গে রাজ্য সরকার। একাধিক ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধ বেঁধেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে আবার নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই অবশ্য ভাবে বাংলার জেলা হাসপাতালে এই স্বীকৃতি পাওয়া অবশ্যই ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই।
আরও পড়ুন- ‘উজ্জ্বলা ২’-এর সূচনা, গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদীর
দেশের সমস্ত জেলা হাসপাতালের মূল্যায়ন করা হয় তিন ভাগে। ২০০, ৩০০ এবং ৩০০-র বেশি শয্যা সংখ্যার ভাগে ভাগ করা হয়। সেই প্রেক্ষিতেই দেখা যায় যে ২০১৮-১৯ সালে এম আর বাঙ্গুর হাসপাতালের শয্যা সংখ্যা ছিল ১১০৫ এবং ৯৯ শতাংশ বেড়ে ভর্তি ছিলেন রোগী। সেই প্রেক্ষিতেই ধারাবাহিক চিকিৎসার উন্নতি কে সামনে রেখে এই হাসপাতালকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।