Aajbikel

‘গন্তব্য এখনও দূরে, প্রয়োজনে আন্দোলনই হবে পথ’, বললেন টেটে প্রথম স্থানাধিকারী ইনা

 | 
ইনা

 আলমগঞ্জ: নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় রাজ্য, তখন চ্যালেঞ্জ নিয়ে টেট পরীক্ষার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ মেধা তালিকার প্রথম স্থানে রয়েছেন বর্ধমান শহরের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ৷ ইনার কথায়, দিনের পর দিন যে সকল চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁরাই তাঁর অনুপ্রেরণা। এবারও যদি পরিস্থিতি আন্দোলনের দিকে যায়, তবে তিনও তাই করবেন৷ সাফ জানালেন ২০২২ সালের টেট পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ইনা৷ টেট পরীক্ষায় মোট দেড়শো নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১৩৩৷ টেটের ফল প্রকাশ হতেই খুশির হাওয়া তাঁর পরিবারে।

আরও পড়ুন- লাইনচ্যুত ডাউন হাওড়া-মেদিনীপুর লোকাল, আতঙ্কি

টেট নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার পর দ্রুত ফলাফল প্রকাশ করা হয়েছে বলেই মনে করেন ইনা। ২০০৮ সালে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। ভালো নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন৷ এর পর ২০১৪ সালে ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ইংরেজি অর্নাস নিয়ে স্নাতক পাশ করেন ইনা সিংহ। মেয়ের সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া সিংহ পরিবারে৷ উচ্ছ্বসিত মা কাকলি সিংহ। তাঁর কথায়, “ও প্রথম থেকেই পড়াশোনায় ভালো। টেট পরীক্ষার আগে দিনরাত এক করে পড়াশোনা করেছে৷ পড়াশোনাই ওর ধ্যান-জ্ঞান।” বাবা দেবাশিস সিংহ অসুস্থতার কারণে কোনও কাজ করতে পারেন না। মা কাকলি সিংহ গৃহবধূ। বাড়ির সামনে রাস্তার উপরে রয়েছে তিনটি দোকান ঘর৷ সেগুলি ভাড়া দেওয়া আছে। সেখান থেকে যে আয় হয় তা দিয়েই কোনও মতে সংসার চলে ইনাদের৷ 

শুক্রবার টেটের রেজাল্ট হাতে পাওয়ার পর কিছুটা অবাকই হয়েছিলেন ইনা৷ তিনি বলেন, “পরীক্ষা ভালই হয়েছিল। কিন্তু, এতটা ভালো ফল হবে আশাকরিনি।” প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বছর থেকেই ব্যাপক অস্বস্তিতে রাজ্যের শাসকদল৷ লাগাতার আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে একাধিক আমলা। সেই প্রেক্ষাপটেই গত বছর ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়। 

টেট নিয়ে বিতর্কের মাঝেই প্রস্তুতি নিতে শুরু করেন ইনা৷ তিনি বলেন, “দীর্ঘদিন চাকরি নিয়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের কারণেই পরীক্ষায় স্বচ্ছ্বতা এসেছে। আন্দোলনকারীদের লাগাতার লড়াইয়েরই ফসল এই পরীক্ষা।” ইনা মনে করেন, লড়াই করেই অধিকার ছিনিয়ে নিতে হয়। তাই লড়াই চলবে। তিনি এদিন বলেন, “গন্তব্যে এখনও পৌঁছতে পারিনি। তবে হাল ছাড়লে হবে না।”

Around The Web

Trending News

You May like