কলকাতা: ফের রেল বিপত্তি৷ লাইনচ্যুত হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল৷ খড়্গপুর গিরি ময়দান স্টেশন পেরনোর পরই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ লাইনচ্যুত হয়ে যায় হাওড়াগামী মেদিনীপুর লোকাল। জানা গিয়েছে, ট্রেনটির একটি কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে সেই সময় ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ওই রেলপথে কাজ চলছিল বলে রেল সূত্রে খবর৷
আরও পড়ুন- বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে ধাবা মালিক, হাজিরার নির্দেশ
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ গিরি ময়দান স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন লাইনচ্যুত হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তাঁর লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। অসীম শর্মা নামে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনটির যাত্রী বলেন, ‘‘আচমকা ঝটকা৷ বুঝতে পারলাম ট্রেনটা লাইনচ্যুত হয়ে গিয়েছে। আমরা এখন হেঁটেই স্টেশনের দিকে যাচ্ছি।’’ দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। এই ঘটনার পরই সাময়িক ভাবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে আপ লাইনে স্বাভাবিক ভাবেই ট্রেন চলাচল করে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধরি বলেন, “হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল লাইনচ্যুত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যেই অন্য একটি ট্রেনে করে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ডিআরএম খড়্গপুর ঘটনাস্থলে পৌঁছন। ট্রেন চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক। ওখানে লাইনে কাজ হচ্ছিল। কী ভাবে এই দুর্ঘটনাটি হল, তা তদন্ত করে দেখা হচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>