সংক্রমণে শীর্ষে দার্জিলিং! দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে হ্রাস অনেকটাই

সংক্রমণে শীর্ষে দার্জিলিং! দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে হ্রাস অনেকটাই

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা আশা জাগাল। যদিও গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। তবে তা হাজারের নিচেই রয়েছে, এটাই স্বস্তি। গত কয়েক দিন ধরেই পতন ঘটেছে আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও এখন আবার নিয়ন্ত্রণে এসে গিয়েছে দৈনিক সংক্রমণ। এদিকে কমছে দৈনিক মৃত্যুও। সেই সঙ্গে বাড়ছে সুস্থতার হার। 

আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। তবে সংক্রমণের নিরিখে আজ উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে দার্জিলিং! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দার্জিলিংয়ে, সেখানে আক্রান্ত ৯৫ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৯৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৫ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন। অন্যদিকে, রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৫০ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৬। রাজ্যে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। 

আরও পড়ুন- অগ্নিমূল্য জ্বালানি, প্রতিবাদে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় বেচারাম

অন্যদিকে, দেশে গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় প্রায় ৯ হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা! গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৬৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৩০ জনের। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৪ হাজার ২১১ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ২.২৯ শতাংশ। সেই সঙ্গে দেশের আক্ষরিক সংক্রমণের হার ৭.২৪ শতাংশ। প্রসঙ্গত, এই নিয়ে টানা ১৬ দিন ধরে সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই থাকল। তবে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *