ভোট ঘোষণা হতেই রাজ্যে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে উত্তাপ

ভোট ঘোষণা হতেই রাজ্যে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে উত্তাপ

7a85bd914b3343e4d0e188df11dd3189

কলকাতা:  ভোট ঘোষণা হতেই বাংলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷  শুক্রবার বিকেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ কর নির্বাচন কমিশন৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই  রাজ্যে এসে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী৷ শনিবার দুপুরে কলকাতা স্টেশনে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশেষ ট্রেন৷ এই ট্রেনে রয়েছে ১০ কোম্পানি আধা সেনা৷ পাটনা থেকে কলকাতায় পৌঁছনো এই ট্রেনে রয়েছেন সেনা সুরক্ষা বলয়ের (এসএসবি) জওয়ানরা৷ 

আরও পড়ুন-  ‘দিদির দূতে’ রোড শো অভিষেকের, বাজল ‘খেলা হবে’, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ গান

জানা গিয়েছে, পাটনা থেকে আসা এই এসএসবি বাহিনীকে পাঠানো হবে বসিরহাট, বারাসত এবং বনগাঁতে৷ বসিরহাট এবং বনগাঁতে ২ কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে৷ বারাসতে যাতে ৩ কোম্বানি আধা সেনা৷ বাকি ৩ কোম্পানি আধা সেনা থাকবে কলকাতাতে৷ ট্রেন থেকে নামার পর চিৎপুর টার্মিনাল থেকেই তাঁরা সরাসরি সংশ্লিষ্ট জেলার উদ্দেশে রওনা হয়ে যাবেন৷ 

কলকাতাতে যে ৩ কোম্পানি বাহিনী থাকবছে, তাঁরা পিটিএস-এ থাকবেন বলে সূত্রের খবর৷ তবে সেখানে থাকবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ বাকি ১ কোম্পানি থাকবে কলকাতা পুলিশের সেকেন্ড ব্যটালিয়নে৷ পাশাপাশি আজ রাতে আরও ৮ কোম্পানি বাহিনী কলকাতায় ঢুকবে৷ এই ৮ কোম্পানি বাহিনী আসছে মূলত অসমের রোঙ্গিয়া থেকে৷ এর মধ্যে ২ কোম্পানি বাহিনীকে পাঠানো হবে সুন্দরবনে৷ তবে ইতিমধ্যেই এই ৮ কোম্পানির মধ্যে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গিয়েছেন৷ তাঁদেরকে সেখান থেকে পাঠানো হচ্ছে কালিম্পং এবং দার্জিলিং-এর উদ্দেশে৷      

আরও পড়ুন-  প্রার্থী ঘোষণার আগেই বাঁকুড়ায় বাড়ি বাড়ি প্রচারে কল্যাণ, ‘লাভ হবে না’, কটাক্ষ বিজেপি’র

 

ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকায় শুরু হয়ে গিয়েছে সেনা বাহিনী টহল৷  সীমান্তবর্তী এলাকায় টহলদারি ও রুট মার্চ করছে তারা। একুশের নির্বাচন সুষ্ঠু ভাবে করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। সে কথা উল্লেখ করেছে দিল্লির নির্বাচন কমিশনের কর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *