‘দিদির দূতে’ রোড শো অভিষেকের, বাজল ‘খেলা হবে’, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ গান

‘দিদির দূতে’ রোড শো অভিষেকের, বাজল ‘খেলা হবে’, ‘বাংলা নিজের মেয়েকে চায়’ গান

দাসপুর: ফের ‘দিদির দূতে’ সওয়ার হয়ে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে ঘাটাল পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পথ জুড়ে চলবে এই রোড শো৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি৷ এদিন অভিষেকের রোড শো’তের বাজল ‘খেলা হবে’ গান৷ সেই সঙ্গে নতুন সংযোজন ‘বাংলা নিজের মেয়েকে চায়’৷  

আরও পড়ুন- প্রার্থী ঘোষণার আগেই বাঁকুড়ায় বাড়ি বাড়ি প্রচারে কল্যাণ, ‘লাভ হবে না’, কটাক্ষ বিজেপি’র

মেদিনীপুরের দুই বিধানসভা কেন্দ্র দাসপুর ও ঘাটাল ছুঁয়ে চলবে এই রোড শো৷ শনিবার দুপুরে দাসপুরে নামে অভিষেকের কপ্টার৷ সেখান থেকেই ‘দিদির দূত’ গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি৷ মিছিলে সামিল বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা এই রোড শো’তে সামিল হয়েছেন৷ সাড়ে চার কিলোমিটার পথ জুড়ে এই রোড শো চলার পর তা শেষ হবে ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ মোড়ে৷ সেখানেই বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 

এর আগে দক্ষিণ ২৪ পরগণায় রোড শো করেছিলেন তৃণমূল সাংসদ৷ ওই সভায় তিনি দাবি করেছিলেন ২০১৬-র চেয়েও ৩০টি আসন বেশি পাবে তৃণমূল৷ অর্থাৎ ২৫০টির বেশি আসনে জিতে প্রত্যাবর্তন করবেন তাঁরা৷ গতকাল ভোট ঘোষণা হয়েছে৷ এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নতুন করে কী বার্তা দেন তা জানায় অপেক্ষায় রয়েছে তৃণমূল কর্মী-সমর্থকরা৷  

রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মেদিনীপুর৷ গত ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে মেদিনীপুরের রাজনৈতিক চিত্র৷ বলা ভালো বেশ কিছুটা পরিবর্তন ঘটে গিয়েছে৷ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপি’তে৷ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তিনি জোড় প্রচার চালাচ্ছে৷ এহেন রাজনৈতিক অবস্থানের মাঝে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷ 

আরও পড়ুন-  ‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়!’ তৃণমূলকে বিঁধে স্লোগান বিজেপির

২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকালে দেখা যাবে এই জেলা থেকেই সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ৷ যদিও উপনির্বাচনে খড়গপুর কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সব মিলিয়ে রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেদিনীপুর জেলা৷ প্রসঙ্গত, আজ যে দুটি কেন্দ্রে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দুটি কেন্দ্রে ২০১৬ সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =