পুজোর আগে ভিড় সামলাতে পদক্ষেপ রাজ্যের, মিলবে স্বস্তি

পুজোর আগে ভিড় সামলাতে পদক্ষেপ রাজ্যের, মিলবে স্বস্তি

521641beaa5a448615a6576fbb76be7f

কলকাতা: রাজ্য সরকার পুজোর আগে ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রুটে অতিরিক্ত বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার থেকে ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন এই অতিরিক্ত বাস চালানো হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। মোট ৯ টি রুটে চলা পুজো শপিং স্পেশাল লেখা এই বাসগুলিতে ভাড়া হবে সাধারণ বাসের মতই।

আরও পড়ুন- টাকা-পয়সা আজ আছে, কাল নেই, থেকে যাবে নৈতিকতা: মমতা

কোন কোন রুটে এই বাস চলবে? জানা গিয়েছে, এসপ্ল্যানেড-হাওড়া, এসপ্ল্যানেড-ডানলপ, শ্যামবাজার-ব্যারাকপুর, গড়িয়াহাট-হাওড়া, গড়িয়াহাট-বেহালা, গড়িয়াহাট-পর্নশ্রীর মত রুটে এই বাসগুলি চালানো হবে। উল্লেখ্য, পুজোর আগে ভিড় সামাল দিতে মেট্রো রেল কতৃপক্ষ ইতিমধ্যেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের তরফ থেকে জানান হয়েছে, সপ্তাহন্তের ভিড় সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানো শুরু হয়েছে। পরিষেবা মিলবে মহালয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে পুজোর সময় ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে বেলা বারোটায় চালু হবে মেট্রো পরিষেবা। মিলবে রাত ১২টা পর্যন্ত। দশমীর দিন বেলা ১২টায় পরিষেবা চালু হলেও মিলবে রাত ৮টা পর্যন্ত। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এখনও পর্যন্ত সেই রকম কোনও পরিকল্পনার কথা জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *