কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে স্কুলের পাঠ্যে একটি নতুন বিষয় যোগ করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেটি হল ‘নৈতিক চরিত্র গঠন’৷ এই মর্মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও নির্দেশ দিয়েছেন তিনি৷
আরও পড়ুন- সারদা কাণ্ডে ফের আংশিক স্বস্তি হল কুণালের
শিক্ষক দিবস উপলক্ষ্যে সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আয়োজিত শিক্ষা রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, বিবেকানন্দের মতো মনিষীদের কথা এই পাঠ্যক্রমের বিষয়বস্তু হবে। কারণ, ‘আমি কত টাকার মালিক হলাম, সেটা আমার পরিচয় নয়। টাকা আজ আছে কাল ফুরিয়ে যাবে। থেকে যাবে নৈতিকতা৷’ যখন শাসক দলের একের পর এক নেতা দুর্নীতির অভিযোগে বিদ্ধ, তাঁদের অগাধ সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন দলনেত্রীর এই মন্তব্য নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷
তবে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, সকলের মানসিকতা সমান হয় না৷ তাঁর কথায়, ‘আমি কতটা লোভী হব, সেটা নির্ভর করবে আমার ওপর। আমি কতটা ভাল ভাবে চলব, সেটাও নির্ভর করবে আমার ওপর।’ মমতা বলেন, ‘সঙ্গদোষে ভালো মানুষকেও খারাপ করে দেয়৷ একজন ব্যক্তি মানুষের সততা তাঁর নিজের উপর নির্ভর করে। কে কতটা লোভী হবে, সেটা একান্তই তাঁর উপর নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কে কত টাকার মালিক হবে, তার প্রতিযোগিতা করে কী হবে। টাকা আজ আছে কাল নেই থাকে না। কিন্তু আদর্শ থেকে যাবে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>