সারদা কাণ্ডে ফের আংশিক স্বস্তি হল কুণালের

সারদা কাণ্ডে ফের আংশিক স্বস্তি হল কুণালের

কলকাতা: সারদা কাণ্ডে আদালতে চরম স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়েছে এমপি-এমএলএ বিশেষ আদালত। রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল। সোমবার আদালত জানিয়েছে, কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই সংক্রান্ত কোনও অপরাধের প্রমাণ মেলেনি। যদিও মামলার বাকি অংশের বিচার চলবে।

আরও পড়ুন- আইনজীবীদের মধ্যে তুমুল বচসা, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ! হইহই হাইকোর্টে

এদিন আদালত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, কুণাল ঘোষের বিরুদ্ধে যে ধারায় মামলাগুলি করা হয়েছিল, তার কোনও প্রমাণ নেই। সেই প্রেক্ষিতেই এই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এদিকে কুণাল ঘোষের আইনজীবী জানিয়েছেন, যা যা অভিযোগ রাজ্য পুলিশের সিট এনেছিল তাঁর মক্কেলের বিরুদ্ধে তা খারিজ হয়ে গিয়েছে আদালতে। কিন্তু এই মামলার সামগ্রিক বিচার চলবে এবং মামলা ফিরে যাচ্ছে হাওড়া আদালতে।

এর আগে সারদার প্রথম মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে উপযুক্ত কোনও তথ্য প্রমাণ না থাকায় বিধাননগরের এমপি এমএলএ বিশেষ আদালতই অব্যাহতি দিয়েছিল। কুণাল ঘোষ ছাড়াও সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং সোমনাথ দত্তকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক। এই মামলাতেই প্রথম কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =