‘দলে লুকিয়ে রয়েছে বিজেপি এজেন্ট’, মনোরঞ্জনের পোস্টে শোরগোল

‘দলে লুকিয়ে রয়েছে বিজেপি এজেন্ট’, মনোরঞ্জনের পোস্টে শোরগোল

কলকাতা:  বিধানসভায় তৃণমূলের টিকিট পাওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে তিনি। ভোটে জেতার পর তাঁর একাধিক পোস্ট ও নানা কর্মকাণ্ড বারবার ফোকাস কেড়েছে। বিধানসভার সদস্য হওয়ার পরেই কিনেছিলেন একটি টোটো৷ ওই টোটো চালিয়েই তিনি পৌঁছে যান মানুষের কাছে৷ আবার দিন কয়েক আগে আক্ষেপের সুরে লিখেছিলেন, রাজনীতিতে আসা হয়তো তাঁর ঠিক হয়নি৷ এবার তিনি সরব হলেন তৃণমূলের অন্দরে বিজেপি’র সংস্রব নিয়ে৷ তিনি আর কেউ নন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী৷

আরও পড়ুন- রাজ্যে বিপন্ন গণতন্ত্র, প্রতিবাদে ২১শে জুলাই ‘শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস’ পালনের ডাক BJP-র

এবার বোমা ফাটিয়ে দলের অন্দরে একাধিক নেতার বিজেপি সংস্রব নিয়ে বিতর্ক উস্কে দিলেন এই দলিত লেখক৷ সরব হলেন দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে৷ দিন দুই আগে বলাগড়ে গুপ্তিপাড়া  ১ পঞ্চায়েতে বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূলে আসার জন্য শয়ে শয়ে আবেদন জমা পড়েছিল৷ রীতিমতো মঞ্চ করে সেই আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয়৷ যা নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন মনোরঞ্জন ব্যাপারী৷ ফেসবুক পোস্টে লেখেন, ‘শনিবার ও রবিবার আমি কলকাতায় থাকি। এটা সকলেই জানে৷ অথচ এরপরেও আমার অনুপস্থিতিতে গুপ্তিপাড়া–১ পঞ্চায়েতে আমাদের দলের মধ্যে লুকিয়ে থাকা বিজেপির কয়েকজন এজেন্ট অন্যান্য বিজেপি কর্মীদের তৃণমূলে ঢোকানোর চেষ্টা করেছেন। এর সঙ্গে লেনদেন জড়িয়ে রয়েছে বলেও শোনা যাচ্ছে৷ দলীয় নেতৃত্ব এহেন কোনও নির্দেশ দেননি। ওই কর্মসূচির সঙ্গেও দলের কোনও যোগ নেই।’ যদিও এই এজেন্টদের পরিচয় খোলসা করেননি তিনি৷ 

আরও পড়ুন- অধিকারী পরিবারের আয়ের উৎস নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন অখিল গিরি

মনোরঞ্জনবাবু জানান, স্থানীয় কিছু মানুষ টাকা পয়সার লেনদেনের বিষয়টি তাঁকে অবহিত করেছেন৷ দলের অন্দরে লুকিয়ে থাকা এই এজেন্টদের সম্পর্কেও জেলা নেতৃত্বকে জনানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =