নবান্ন অভিযানে বাম যুব নেতার মৃত্যু, ‘ফিরে এলেন’ সুদীপ্ত গুপ্ত

নবান্ন অভিযানে বাম যুব নেতার মৃত্যু, ‘ফিরে এলেন’ সুদীপ্ত গুপ্ত

কলকাতা: নবান্ন অভিযানে সামিল হয়ে পুলিশের লাঠিচার্জে DYFI নেতা মহিদুল ইসলাম মিদ্যার মৃত্যু ফিরিয়ে এনেছে বাম ছাত্রদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দেওয়া সুদীপ্ত গুপ্তের মৃত্যুর স্মৃতি। আজ থেকে ঠিক এক বছর আগে আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন‌ SFI কর্মী সুদীপ্ত গুপ্ত। তার মৃত্যু নিয়ে বিতর্ক এখনও রয়ে গিয়েছে। আর সেই ঘটনাতেও মূল অভিযোগ সেই পুলিশের দিকেই। এখনো পর্যন্ত সুদীপ্ত গুপ্তের মৃত্যুর ঘটনায় কোনরকম তদন্তের কিনারা হয়নি। আজ মইদুল ইসলামের মৃত্যুতে আবারও সেই বেদনাদায়ক স্মৃতি ফিরে এল রাজ্যের বুকে।

আরও পড়ুন-  ‘ভাতা আর ভাঁওতা একসঙ্গে চালাচ্ছেন দিদিমণি’! চরম নিশানা অর্জুন সিংয়ের

আট বছর আগে ২ এপ্রিল বামেদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত গুপ্ত। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাবার সময় আকস্মিক ভাবে তার মৃত্যু হয়। পুলিশ দাবি করেছিল, বাসে নিয়ে যাওয়ার সময় সুদীপ্ত গেট ধরে ঝুলছিলেন। তাই রাস্তার ধারের বাতিস্তম্ভের ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে। যদিও এই দাবি মানতে চায়নি SFI সংগঠন। কিভাবে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয় সেই ঘটনার সত্যতা জানতে চেয়ে আওয়াজ তুলেছিল তারা। আজ ২০২১ সালে বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ফের একবার একই রকমের ঘটনা ঘটলো। বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে প্রত্যক্ষভাবে আঙ্গুল উঠেছে পুলিশের দিকে। দাবি করা হয়েছে, অমানবিকভাবে পুলিশের লাঠিচার্জ প্রাণ কেড়ে নিয়েছে মইদুলের। যদিও পুলিশ এ ব্যাপারে তদন্ত করবে বলে জানিয়েছে। 

আরও পড়ুন-  আত্মনির্ভর ভারত! এবার গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে দেশীয় মানচিত্র

বামেদের নবান্ন অভিযানে অংশ নিয়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহিদুল ইসলাম মিদ্যা নামের এক বাম কর্মী। প্রথমে ফুয়াদ হালিমের ক্লিনিকেই ভর্তি করা হয় তাকে। ১৩ ফেব্রুয়ারি তাঁর শারীরির অবস্থার অবনতি হলে মিদ্যাকে ক্যামাক স্ট্রিটের একটি নার্সিংহোম ভর্তি করা হয়৷ পরবর্তী ক্ষেত্রে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই কলকাতা পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে DYFI নেতার দেহ৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত৷ ভিডিও গ্রাফি করা হবে সমস্ত ময়নাতদন্তের প্রক্রিয়া৷ সোমবার ভোর ৭টার সময় হৃদরোগে আক্রান্ত হয় মারা যান মইদুল ইসলাম মিদ্যা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 11 =