‘ভাতা আর ভাঁওতা একসঙ্গে চালাচ্ছেন দিদিমণি’! চরম নিশানা অর্জুন সিংয়ের

‘ভাতা আর ভাঁওতা একসঙ্গে চালাচ্ছেন দিদিমণি’! চরম নিশানা অর্জুন সিংয়ের

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাহিরসোনা মোড় থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ বললেন, নাক টিপলে দুধ বেরোয়৷ এখনও রাজনীতি করার বয়স হয়নি তাঁর৷ একইসঙ্গে ডায়মণ্ডহারবারের নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি৷ বললেন, সেখানেও হারানো হবে তোমাকে৷ এদিন নাম না করে মমতাকে তোপ দেগে অর্জুন সিং বলেন, ভাতা আর ভাঁওতা একসঙ্গে চালাচ্ছেন দিদিমণি৷

এদিন খেলা হবে স্লোগান তুলে অর্জুন নিশানা করেন অনুব্রত মণ্ডল ও মদন মিত্রকে৷ বলেন, বুড়ো অনুব্রত মন্ডল, সৌগত রায়, মদন মিত্র যাদের চুল পেকে সাদা তারা নাকি মাঠে নেমে খেলবে। আরে খেলবো তো আমরা, আমাদের সকলের কালো মাথা। জনগনকে সঙ্গে নিয়ে খেলা হবে৷ একইসঙ্গে বঙ্গের ভোটঅঙ্কের প্রসঙ্গে তুলে অর্জুন বলেন, বাংলায় আব্বাস সিদ্দিকী দল যদি বামফ্রন্ট ও কংগ্রেসের  সঙ্গে যুক্ত হয় তাহলে দিদির দল তিন নম্বরে চলে যাবে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়ার মন্তব্যকেও তুলোধনা করেন অর্জুন৷ বলেন, “আমাদের ফাঁসি দেওয়ার দরকার নেই, তুমি নিজেই ফাঁসি নিয়ে নেবে৷ অত পাপ করেছ তোমরা৷” আর কয়েকদিনের মধ্যে বাংলায় ঘোষিত হবে নির্বাচনের নির্ঘন্ট৷ তাই আরমাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপর বাংলার মসনদে কে বসবে তার স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাবা-ছেলে গায়েব হয়ে যাবে, ‘পিসি-ভাইপো’ সিঙ্গাপুর পালিয়ে যাবে: অর্জুন

বাবা-ছেলে গায়েব হয়ে যাবে, ‘পিসি-ভাইপো’ সিঙ্গাপুর পালিয়ে যাবে: অর্জুন

কলকাতা: জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজ কার্যত ভবিষ্যৎবাণী করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়ে দিলেন, ভোট গণনার দুদিন আগে ‘পিসি-ভাইপো’ ভারত থেকে পালিয়ে গিয়ে সিঙ্গাপুর থাকার প্রস্তুতি নেওয়া শুরু করবে। একইসঙ্গে ‘ভাইপোকে’ চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বাবা-ছেলে সব গায়েব হয়ে যাবে, কেউ খুঁজে পাবে না’। 

অর্জুনের কথায়, যে এখন মাটিতে পা ঠুকে ঠুকে খালি বাপের ব্যাটা বলছে, সে ২৫০০ পুলিশ নিয়ে তাদের বিরুদ্ধে লড়ছে, আর তাঁরা বিনা পুলিশে। একবার যদি পুলিশ সরে যায় তাহলে বাবা আর ছেলে, দুজনেই গায়েব হয়ে যাবে! কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই প্রেক্ষিতেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ভোট গণনার দুদিন আগে ‘পিসি-ভাইপো’ ভারত থেকে পালিয়ে গিয়ে সিঙ্গাপুর থাকার প্রস্তুতি নেওয়া শুরু করবে। এর কারণ, এত অত্যাচারের পর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনও জায়গা থাকবে না। অর্জুন এরপর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন, তিনি যেখান থেকেই লড়বেন তাঁর জমানত বাজেয়াপ্ত হবে। ভবানিপুর হোক কি নন্দীগ্রাম। এরপর তিনি বলেন, ব্যারাকপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে দেখান ক্ষমতা থাকলে, সেখানেও তিনি হারবেন। 

এই একই সভামঞ্চ থেকে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল এবং ‘ভাইপোকে’ আক্রমণ করে বলেন, শুধু তোলাবাজ ভাইপো বলেছেন, তাতেই কেঁপে যাচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে যে তিনি নাকি কারোর স্ত্রীকে ধরে টানাটানি করছেন। ‌এই পরিপেক্ষিতে লালা কান্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি কারোর নাম নেননি শুধু বলেছিলেন ম্যাডাম নারেলার অ্যাকাউন্টে টাকা গেছে, তাতেই রেগে যাচ্ছে, বলছে দেখে নেব! শুভেন্দু জানাচ্ছেন, তিনি রসিদ দেখিয়ে বলেছিলেন যে অনুপ মাঝি ওরফে লালার কয়লার টাকা ম্যাডাম নারেলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবারও শুভেন্দু হুঁশিয়ারি দেন, তিনি খাতাও দেখাবেন। কোন কোন পুলিশ অফিসাররা টাকা নিয়েছেন তার পর্দা ফাঁস করবেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *