খড়গপুর: আর হাতে গোনা কয়েক দিন পরেই বাংলায় ভোট দান পর্ব শুরু। তার আগে একাধিক জায়গায় জনসভা করে নিজেদের সংগঠন মজবুত করার উদ্দেশ্য নিয়েছে বিজেপি। সেই প্রেক্ষিতে অত্যন্ত কম সময়ের ব্যবধানে বারবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। আজ খড়্গপুরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভাষণ দিয়ে একদিকে যেমন ভূয়সী প্রশংসা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, অন্যদিকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন কেন বাংলার নিজের দল বিজেপি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, বিজেপি জনসংঘের ছায়ায় তৈরি হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এই বাংলার মানুষ। তাই সঠিক অর্থে ভারতীয় জনতা পার্টিই বাংলার রাজনৈতিক দল। এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে তিনি বলেন, বাংলায় দলকে জেতানোর জন্য কয়েক বছর ধরে শান্তিতে ঘুমাতে পারেননি তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক-চমকেও ভয় পাননি দিলীপ। মোদী এও জানিয়েছেন, দিলীপ ঘোষের উপর একাধিকবার হামলা হয়েছে এবং তাঁকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু তিনি দমে যাননি, বাংলার উজ্জ্বল ভবিষ্যৎকে সামনে রেখে এগিয়ে চলেছেন। এর পাশাপাশি জনসভায় আগত মানুষদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, এই জনসভায় ভিড় দেখে বোঝা যাচ্ছে এবার বাংলায় বিজেপি সরকার গঠন হচ্ছে। প্রধানমন্ত্রীর বার্তা, গত ৭০ বছর ধরে অনেক দলকে সুযোগ দিয়েছেন বাংলার মানুষ, আগামী ৫ বছর বিজেপিকে দিয়ে দেখতে হবে। অতীতের সমস্ত ক্ষতি পূরণ করে দেবে ভারতীয় জনতা পার্টি বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন- ‘ছেঁড়া জিনস’ ইস্যুর আবহেই মেয়েদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের
এদিকে জনসভার শুরুতে ভাষণ দিতে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে চান না। কিন্তু আজ এখানে হাজারে-হাজারে মানুষ এসেছেন তাঁকে দেখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ দেখতে পাচ্ছেন না তাই সকলকে পা দেখিয়ে বেড়াচ্ছেন বলে কটাক্ষ করেছেন দিলীপ। সেই সঙ্গে তিনি আরো বলেছেন, নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে পৌঁছে দিয়েছিলেন। আর আজ এমন দিন এসেছে যে তারাই মমতাকে কালিঘাট থেকে অবসরে পাঠাবেন!