কলকাতা: অভিনয় জগতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে একাধিক ওয়েব সাইটে এক মডেলের অর্ধনগ্ন ছবি ভাইরাল করার অভিযোগে ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত৷ রবিবার ধৃতদের বিধাননগরের স্পেশাল আদালতে তোলা হলে মেকআপ আর্টিস্ট জয়শ্রী মিত্রকে তিন দিনের পুলিশি হেফাজত এবং ফটোগ্রাফার প্রতাপ ঘোষকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর গত ১৭ তারিখ সোদপুরের বাসিন্দা পেশায় মডেল ওই তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তার পরিচয় হয় জয়শ্রী মিত্রর সঙ্গে। তিনি নিজেকে মডেল হিসাবে পরিচয় দিয়েছিলেন। জয়শ্রী ওই মডেলকে প্রতিশ্রুতি দেন টেলিভিশন জগতে সুযোগ করে দেবেন। তার জন্যে তাকে একটি ফটোশুট করাতে হবে। সেই ফটোশুটের কারণে প্রতাপ ঘোষ নামক এক ব্যক্তির সঙ্গেও ওই মডেলের পরিচয় করায়। এরপরই সল্টলেক অঞ্চলে একটি স্টুডিওতে ওই যুবতীর অর্ধনগ্ন কিছু ছবি ও ভিডিও তোলেন ওই দুই অভিযুক্ত।
আরও পড়ুন- বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড শান্তনু সেন, তুমুল বিক্ষোভ তৃণমূলের
অভিযুক্ত মডেলের দাবি, ‘‘জয়শ্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে সেই ছবি বা ভিডিও বাইরে কোথাও প্রকাশ পাবে না। তবে তার কিছুদিনের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধনগ্ন ছবি ছড়িয়ে পড়েছে দেখে ভয় পেয়ে যায়। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়৷’’ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রানাঘাটের বাসিন্দা প্রতাপ ঘোষ এবং দমদমের বাসিন্দা জয়শ্রী মিত্রকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। যদিও এদিন আদালতে অভিযুক্তদের আইনজীবী জানান, অভিযোগকারিণী সব জেনেশুনে অভিযুক্তদের সঙ্গে ছবি তোলেন৷ তিনি যে টাকা দাবি করেছিলেন সেই টাকা ফটোগ্রাফাররা দিতে অস্বীকার করলে এই ধরনের একটা নোংরা চাল তিনি খেলেন৷ পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হবে৷