কোচবিহার: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ এবার প্রকাশ্য ময়দানে কোচবিহারের বিধায়ক উদয়ন গুহ ও জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ৷ কর্মীসভার মঞ্চ থেকে সরাসরি প্রাক্তন সভাপতির বিরুদ্ধে বিষ উগড়ে দিলেন উদয়ন৷ নাম না করেই রবীন্দ্রনাথের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘চালতা গাছ লাগিয়ে ল্যাংড়া আমের আশা করলে সেটা হয় না৷’
আরও পড়ুন- ভোটের প্রচারে ‘অপরিচিত’ মুখ নয়, নতুন প্রার্থীদের সাফ বার্তা তৃণমূল নেতৃত্বের
ঠিক কী ঘটেছিল রবিবার? গতকাল কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়েই রবীন্দ্রনাথকে নিশানা করেন কোচবিহারের বিধায়ক। বাঁকা সুরে তিনি বলেন, ‘বাড়িতে চালতা গাছ লাগিয়ে যদি ভাবেন যে তাতে ল্যাংড়া আম ফলবে, তাহলে সেটা কখনই হবে না। আপনি দলের মধ্যে গণ্ডগোল পাকাবেন, আইএনটিটিইউসি’র নাম করে আলাদা বৈঠক করবেন, আর সেখানে অন্য নেতাদের আমন্ত্রণ জানাবেন না৷ অথচ আপনাকে সব মিটিংয়ে আমন্ত্রণ জানানো হবে, সেটা হতে পারে না। যত বড় নেতা হই না কেন, সঠিক আচরণ না করলে কেউ ভোটে জিততে পারে না।’
প্রসঙ্গত, উদয়নের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক বরাবরই অম্ল৷ উভয়ের সম্পর্কে ঠাণ্ডা লড়াই চললেও এদিন তা প্রকাশ্যে চলে আসে৷ মুখ্যমন্ত্রী নিজে বারবার গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা দিলেও কাজ হয়নি৷ দিন কয়েক আগে কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক থেকে মহুয়া মৈত্রকে ধমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী৷ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন৷ এর কয়েক দিনের মধ্যেই প্রকাশ্যে উদয়ন-রবীন্দ্রনাথ দ্বন্দ্ব৷ যা নিয়ে অস্বস্তিতে পড়েছে দল৷