ভোটের প্রচারে ‘অপরিচিত’ মুখ নয়, নতুন প্রার্থীদের সাফ বার্তা তৃণমূল নেতৃত্বের

ভোটের প্রচারে ‘অপরিচিত’ মুখ নয়, নতুন প্রার্থীদের সাফ বার্তা তৃণমূল নেতৃত্বের

কলকাতা:  সামনেই কলকাতা পুরভোট৷ তার আগে শুরু হয়েছে তৃণমূলের জোর প্রচার৷ কিন্তু প্রচারে কোনও ‘অপরিচিত’-কে নেওয়া যাবে না৷ তৃণমূলের টিকিট পাওয়া নতুন প্রার্থীদের সাফ জানিয়ে দিল দলীয় নেতৃত্ব৷  প্রসঙ্গত, কলকাতা পুরভোটে ৮৯ জন বিদায়ী কো-অর্ডিনেটরের পাশাপাশি রয়েছে ৫৫টি নতুন মুখ৷ 

আরও পড়ুন- ‘উনি গোয়ার মানুষকে ভিখারি ভাবছেন’, তৃণমূলের গৃহলক্ষ্মী নিয়ে কটাক্ষ দিলীপের

পুরভোটে তৃণমূলের প্রচার নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে৷ আর অভিযোগ আসা মাত্রই পদক্ষেপ৷ কলকাতা জেলার দুই সভাপতি মারফত দলের নতুন প্রার্থীদের এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী৷ সেই নির্দেশে বলা হয়েছে, কোনও ‘অপরিচিত’ মুখকে যেন দলের প্রচারে, মিছিলে বা পথসভায় দেখা না যায়। 

সূত্রের খবর, কলকাতা পুরভোটের নতুন প্রার্থীদের স্পষ্ট বার্তা দিয়ে সুব্রতবাবু বলেছেন,  ভোটের প্রচারে গিয়ে অনেক ‘অসাধু ব্যক্তি’ নিজেদের প্রভাব ফলাও করার সুযোগ পেয়ে যায়। তা ছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রার্থীর সঙ্গে ছবি দিয়ে নানা অসৎ উদ্দেশ্যও পূরণ করতে পারে। এমনকী প্রার্থীর সঙ্গে ওই অসাধু ব্যক্তির ‘সুসম্পর্ক’ রয়েছে বলেও প্রচার করতে পারে৷ এই কৌশলে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করতে পারে। 

সুব্রতবাবু মনে করেন, ভোটের আগে এই সকল অসাধু ব্যক্তির জালে জড়িয়ে পড়তে পারেন প্রার্থীরা৷ অনাকাঙ্খিত ঘটনা এড়াতেই এই নির্দেশ৷ রাজ্য সভাপতির কাছ থেকে নির্দেশ আসা মাত্রই কাজ শুরু করে দিয়েছেন কলকাতা জেলা তৃণমূল সভাপতি তাপস রায় এবং দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার।  তাপসবাবুও মনে করেন, ভোটের আগে অপরিচিতদের সঙ্গে দেখা করার বিশেষ প্রয়োজন নেই৷ খুব প্রয়োজন থাকলে ভোটের পর যেন কথা বলে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =