‘এভাবে উন্নয়ন হয়?’ খড়গপুরে রেলের কাজ নিয়ে দিলীপের উল্টো সুর হিরণের গলায়

‘এভাবে উন্নয়ন হয়?’ খড়গপুরে রেলের কাজ নিয়ে দিলীপের উল্টো সুর হিরণের গলায়

খড়গপুর: গতকাল শনিবারের বারবেলায় সকলকে চমক দিয়ে জার্সি বদল করেন বাবুল সুপ্রিয়৷ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান তিনি৷ তাঁর দলবদলের দিনেই বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের মুখে শোনা গেল দিলীপ ঘোষের উল্টো সুর৷ খড়গপুরে রেল প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷ 

আরও পড়ুন- পার্থর পর এবার মানস! চিটফাণ্ড মামলায় তলব করল সিবিআই

প্রসঙ্গত, দিন কয়েক আগেই খড়গপুরে রেলের কাজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ কিন্তু এদিন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে রেল প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন তুললেন হিরণ৷ তবে কি প্রচ্ছন্নে কোনও বার্তা দিয়ে রাখলেন তিনি? প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে৷ 

উল্লেখ্য, খড়গপুরে মোট তিনটি ওভারব্রিজ তৈরির করছে রেল। পুজোর আগেই এই তিনটি ওভারব্রিজ উদ্বোধন করার ইঙ্গিত দিয়েছিলেন দিলীপ ঘোষ। সম্প্রতি খড়গপুর শহরে দাঁড়িয়ে ওভারব্রিজ নিয়ে রেলের কাজের জন্য দরাজ সার্টিফিকেটও দেন তিনি৷ এমনকী খড়গপুর শাখার ডিআরএম-এর প্রশংসাতেও পঞ্চমুখ হন রাজ্য বিজেপি সভাপতি৷ কিন্তু শনিবার সেই সুরের ছন্দ কাটলেন হিরণ৷ 

আরও পড়ুন- রুজিরাকে সশরীরে হাজিরা দিতে হবে দিল্লিতে! চলতি মাসেই তলব

শনিবার খড়গপুরে রেলের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে যান বিজেপি’র তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রেলপ্রকল্পের কাজ খতিয়ে দেখে ক্ষোভ উগড়ে দেন তিনি৷ হিরণ বলেন, “এখানে একটা বড় কাজ চলছে৷ অথচ কোনও অফিসার বা ইঞ্জিনিয়ারের টিকি দেখা যাচ্ছে না৷ প্রতিদিন দুর্ঘটনা ঘটছে৷ শ্রমিকরা মাথায় হেলমেট না পরে কাজ করছে। স্থানীয় দোকানদারদের উচ্ছেদ করা হচ্ছে৷ অথচ তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এভাবে উন্নয়নের কাজ হয়? আমি খড়গপুরের মানুষের বিধায়ক। সকলের পাশে থাকাই আমার কর্তব্য।” 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =