উস্কানিমূলক মন্তব্যের জের, ফের জেরার মুখে ‘জাত গোখরো’ মিঠুন

উস্কানিমূলক মন্তব্যের জের, ফের জেরার মুখে ‘জাত গোখরো’ মিঠুন

কলকাতা:  এখনই মিলছে না স্বস্তি৷ ফের পুলিশি জেরার মুখে বিজেপি’র তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী৷ ভোট প্রচারের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে হাইকোর্ট মামলা করা হয়৷ এই অভিযোগের ভিত্তিতেই আজ ফের জেরা করা হবে তাঁকে৷ ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মিঠুন৷ 

আরও পড়ুন- এবার জনতার জন্য খুলছে ‘দিদির বাজার’!

এর আগে আদালতের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কলকাতা মানিকতলা থানা এলাকায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে একটি নির্বাচনী জনসভা থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি৷ এর পরেই তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেন্স ফোরাম৷ কিন্তু এর পরেও পুলিশ কোনও পদক্ষেপ না করায় শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি৷ এ বিষয়ে আদালত রিপোর্ট তলব করার পরেই পুলিশের তরফে মামলা দায়ের করা হয়৷ 

আরও পড়ুন- সোমবার বন্ধ সমস্ত বেসরকারি টিকা কেন্দ্র, নির্দেশিকা রাজ্যের

অন্যদিকে মিঠুনের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ এই মামলা খারিজ করা হোক৷ কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় এবং অফিসাররা ভার্চুয়ালি অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেত পারে বলেও জানায়৷  এই মামলা আদালতে ওঠার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের অভিযোগ খারিজ করা যাবে না৷ বিধানসভা ভোটের আগে ৭ মার্চ মোদীর ব্রিগেড সভায় বিজেপি’তে যোগ দিয়েছিলেন মিঠুন৷ এর পর বিজেপি’র  একাধিক প্রার্থীর জন্য প্রচার করেন তিনি৷ সেই সময়ই কখনও বলেছেন, ‘আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’, আবার কখনও তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’৷ এই সকল সংলাপ উস্কানিমূলক বলেই অভিযোগ তোলে তৃণমূল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =