সোমবার বন্ধ সমস্ত বেসরকারি টিকা কেন্দ্র, নির্দেশিকা রাজ্যের

সোমবার বন্ধ সমস্ত বেসরকারি টিকা কেন্দ্র, নির্দেশিকা রাজ্যের

কলকাতা: কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সরকারি ভ্যাকসিন ক্যাম্পগুলিতে কড়াকড়ির পাশাপাশি বেসরকারি ক্যাম্পগুলির উপরেও কড়া নজর রাখছে প্রশাসন। তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার মাস দেড়েকের মধ্যেই এধরনের ঘটনায় দায়িত্বজ্ঞান নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। আর সেকারণেই আরও বেশি তৎপরতা দেখিয়ে আগামীকাল সমস্ত বেসরকারি ভ্যাকসিন ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এমুহূর্তে ওয়াকিবহাল মহলে সবচাইতে আলোচিত বিষয় ‘দেবাঞ্জন দেব’। কসবা এবং সিটি কলেজে এই ভুয়ো আইএএস জাল ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করেন। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সৌজন্যে সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ভ্যাকসিন নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করে স্বাস্থ্য দপ্তর। ভ্যাকসিন ক্যাম্পের জন্য পৌরসভা, পুলিশ প্রশাসনের অনুমতি গ্রহণের সাথে সাথে আগে থেকে রেজিস্ট্রেশনের বিষয়টিও বাধ্যতামূলক করা হয়। এবারে বেসরকারি ভ্যাকসিন ক্যাম্প আগামীকাল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো সংশ্লিষ্ট দফতরের তরফ থেকে। আগামীকাল এবিষয়ে বৈঠকে বসবেন স্বাস্থ্য আধিকারিকেরা। সূত্রের খবর, সেই বৈঠকে আগামীদিনে বেসরকারি ক্যাম্প আয়োজনের নিয়ম নির্ধারণ করা হবে। তারপরেই নতুন নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।

গত ২৪ জুন কসবায় একটি ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়। অসংখ্য মানুষ সেখানে এসেছিলেন। এই ক্যাম্প থেকেই ভ্যাকসিন গ্রহণ করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাংসদের ফোনে কোন মেসেজ না আসায় তিনি এই ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন। আর তাতেই প্রকাশ্যে আসে ভুয়ো ভ্যাকসিন চক্র। কর্পোরেশনের অনুমতি ছাড়াই সকলের নজর এড়িয়ে এধরনের শিবিরের কীভাবে আয়োজন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তোলে। এখন স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =