ভোটে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে FIR, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ মিঠুন

ভোটে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে FIR, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ মিঠুন

কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গত মে মাসে মিঠুনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল৷ বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরেই ওই এফআইআর করা হয়৷ ওই এফআইআর খারিজের দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা রুজু করলেন বিজেপি’র তারকা প্রচারক৷ তাঁর দাবি এই এফআইআর রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত৷ বুধবার মামলার শুনানির সম্ভাবনা৷ 

আরও পড়ুন- শুধু ভোটে লড়তে যাব না, অন্য রাজ্য জয় করতে যাব: অভিষেক

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে কলকাতা মানিকতলা থানা এলাকায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ ওই সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন তিনি৷ সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন সিটিজেন্স ফোরাম৷ তাঁদের অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করেছেন মিঠুন৷ কিন্তু এর পরেও পুলিশ কোনও পদক্ষেপ না করায় শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি৷ এ বিষয়ে আদালত রিপোর্ট তলব করার পরেই পুলিশের তরফে মামলা দায়ের করা হয়৷ 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই গরম গরম ডায়লগে মানুষকে কাছে টানার কৌশল নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ তার ব্যতিক্রম হয়নি মানিকতলাতেও৷ কিন্তু এর পরেই দায়ের হয় এফআইআর৷ পরে মামলা করে পুলিশ৷ এবার এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 7 =