শুধু ভোটে লড়তে যাব না, অন্য রাজ্য জয় করতে যাব: অভিষেক

শুধু ভোটে লড়তে যাব না, অন্য রাজ্য জয় করতে যাব: অভিষেক

কলকাতা: সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় ডায়মন্ড হারবারের সাংসদকে৷ 

আরও পড়ুন- ফের আসছে দুর্যোগ! ২৬ জুন নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘২০১৪ সাল থেক যুব সংগঠনের সভাপতি হিসাবে কাজ করেছি৷ সীমাবদ্ধ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও বর্ষীয়ান নেতাদের সুপরিকল্পিত চিন্তা ধারাকে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারেছি৷ তাঁদের সুচিন্তিত নির্দেশ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্তরে সংগঠনের প্রসার ঘটাতে সাহায্য করবে৷  গতকাল রাজ্যসভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁদের পরামর্শ ও আশীর্বাদ নিয়েছি পথ চলা শুরু করার আগে৷’’ আজ তিনি দেখা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ আগামীকাল যাবেন সৌগত রায়ের কাছে৷ অভিষেক বলেন, তাঁদের অভিজ্ঞতা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে দেশের বিভিন্ন কোনায় ছড়িয়ে দিতে সাহায্য করবে৷ 

বিরোধী দলনেতার উদ্দেশে তাঁর বার্তা,গঠনমূলক কাজে অংশগ্রহণ করুন৷ এক তরফে কুৎসা ও অপপ্রচার করবে না৷ দিল্লির বশ্যতা স্বীকার করে অহেতুক কুৎসা করবেন না৷ অভিষেক বলেন, বাংলার মানুষের রায়ে দেশে নতুন আশা জেগেছে৷ এবার যে রাজ্যেই যাব সেখানে কিছু ভোট পেতে যাব না, কিছু বিধায়কের জন্য যাব না৷ জিততে যাব৷ তাঁৎ কথায়,  বিজেপি’কে হারানো আমাদের লক্ষ্য নয়৷ আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো৷  অভিষেক বলেন, বাংলার ভোটে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি কমিশন৷ নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দিতেই এত বেশি দফায় ভোট হয়েছে৷ কিন্তু বহিরাগতদের কাছে বাংলা বশ্যতা স্বীকার করেনি৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =